চকবাজারে ছুরিকাঘাতে আহত প্লাস্টিক কারখানার কর্মচারীর মৃত্যু
রাজধানীর চকবাজারে ছুরিকাঘাতে আহত প্লাস্টিক কারখানার কর্মচারী আমিরলাল সরদার (৩৫) মারা গেছেন।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
আরও পড়ুন: চিড়িয়াখানা থেকে বের হওয়া সিংহ খাঁচায় ফিরেছে
আমিরলালের বাড়ি মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে। তিনি স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে সেখানে থাকতেন।
এর আগে শুক্রবার সকাল ৭টার দিকে চকবাজার থানার মিটফোর্ড কালীবাড়ি এলাকার একটি গোডাউনে ছুরিকাঘাতের শিকার হন তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে মিটফোর্ড হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।
আরও পড়ুন: জাতীয় চিড়িয়াখানায় খাঁচা ছেড়ে বেরিয়ে এলো সিংহ, আতঙ্ক নেই
নিহতের চাচাতো ভাই মো. জসিম সরদার জানান, আমিরলাল আমির হোসেনের মালিকানাধীন ইসলামবাগের একটি প্লাস্টিক কারখানায় কাজ করতেন। মিটফোর্ড এলাকায় তাদের একটি গোডাউন ছিল, যেখানে সহকর্মী হেলাল (২০) নামের এক কর্মচারীর সঙ্গে থাকতেন। ঘটনার পর থেকেই হেলাল পলাতক। পরিবারের দাবি—হেলালই আমিরলালকে ছুরিকাঘাতে হত্যা করেছে। নিহতের বুকে ও পেটে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আশরাফুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো কারণে সহকর্মীর সঙ্গে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।





