টোকিওতে বিনিয়োগ সেমিনারে বাংলাদেশের সম্ভাবনা তুলে ধরল বেপজা

জাপানের রাজধানী টোকিওতে বৃহস্পতিবার (২৫ জুন) অনুষ্ঠিত হলো বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) আয়োজিত এক উচ্চপর্যায়ের বিনিয়োগ সেমিনার, যেখানে জাপানি বিনিয়োগকারীদের বাংলাদেশের ইপিজেড এবং বেপজা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের সুযোগ তুলে ধরা হয়।
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক জাপান সফরের ধারাবাহিকতায় আয়োজিত এই সেমিনারে বিনিয়োগ, জ্বালানি ও প্রযুক্তি খাতে সহযোগিতার বিষয়ে একাধিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। মারুহিসা প্যাসিফিক কোম্পানি লিমিটেড, ইয়োকোহামা লেবেলস অ্যান্ড প্রিন্টিং (বিডি), ওয়াইকেকে গ্রুপ ও জাপানে বসবাসরত অনাবাসী বাংলাদেশিদের (এনআরবি) সহযোগিতায় সেমিনারটি সফলভাবে অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: প্রথম ১০ দিনে অনলাইনে ই-রিটার্ন দাখিল করলেন ৯৬ হাজারের বেশি করদাতা
সেমিনারে জাপানের খ্যাতনামা বিনিয়োগ প্রতিষ্ঠান ও শিল্পগ্রুপগুলোর প্রায় ১২৫ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, বিএসপি, এনডিসি, পিএসসি তাঁর মূল বক্তব্যে বলেন, “বাংলাদেশ এমন একটি জায়গা যেখানে সম্ভাবনা এবং কর্মদক্ষতা একত্রিত হয়ে সফলতার ভিত্তি তৈরি করে, আর অংশীদারিত্ব আমাদের এগিয়ে নিয়ে যায়।”
তিনি বাংলাদেশের কৌশলগত ভৌগোলিক অবস্থান, প্রতিযোগিতামূলক শ্রম শক্তি এবং বিনিয়োগবান্ধব নীতিমালার বিষয়টি তুলে ধরেন। পাশাপাশি, বেপজার ওয়ান স্টপ সার্ভিস ব্যবস্থার আওতায় কর অবকাশ, শুল্কমুক্ত আমদানি সুবিধা এবং বিনিয়োগ সুরক্ষা চুক্তির আইনি কাঠামোর কথাও তুলে ধরেন।
আরও পড়ুন: পাম অয়েলের দাম লিটারে কমলো ১৯ টাকা
জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ দাউদ আলী বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টিতে সরকারের পদক্ষেপ তুলে ধরেন এবং জানান, বাংলাদেশ দূতাবাস এক ঘণ্টার মধ্যে ব্যবসা ও ভিসা প্রক্রিয়াকরণে প্রস্তুত। উপস্থিত এনআরবি ও বিনিয়োগকারীরা ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট চালুর আহ্বান জানান।
সেমিনারে জেট্রোর সাবেক কান্ট্রি ডিরেক্টর মি. ইউজি আন্দো ইপিজেডসমূহে বিনিয়োগের ইতিবাচক অভিজ্ঞতা ও কিছু চ্যালেঞ্জের কথা উল্লেখ করে দ্রুত সমাধানের আশাবাদ ব্যক্ত করেন। মারুহিসা প্যাসিফিক ও ইয়োকোহামা লেবেলস অ্যান্ড প্রিন্টিং-এর প্রতিনিধিরা আদমজী ইপিজেডে তাঁদের দীর্ঘদিনের বিনিয়োগ অভিজ্ঞতা তুলে ধরেন এবং বেপজার সহযোগিতার প্রশংসা করেন।
বেপজার নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মোঃ তানভীর হোসেন ‘বাংলাদেশের ইপিজেড ও বেপজা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ সম্ভাবনা’ বিষয়ক প্রেজেন্টেশন উপস্থাপন করেন। সেমিনারের শেষে এক প্রশ্নোত্তর পর্বে বেপজার ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি বিনিয়োগকারীদের প্রশ্নের উত্তর দেন।
বর্তমানে বেপজা ৮টি ইপিজেড ও একটি অর্থনৈতিক অঞ্চল পরিচালনা করছে এবং যশোর ও পটুয়াখালীতে আরও দুটি ইপিজেড বাস্তবায়নাধীন রয়েছে। এসব জোনে এ পর্যন্ত ৩৮টি দেশের ৪৫০টি প্রতিষ্ঠান প্রায় ৭.০৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে এবং পাঁচ লাখের বেশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।
উল্লেখযোগ্যভাবে, ২৯টি জাপানি প্রতিষ্ঠান বেপজাধীন জোনসমূহে ৬২১ মিলিয়ন মার্কিন ডলারের বেশি বিনিয়োগ করেছে, যার ফলে ১৭,৭০০-এর বেশি বাংলাদেশি কর্মসংস্থান পেয়েছেন।