আজ ৪৯তম বিসিএসের এমসিকিউ পরীক্ষা: ৬৮৩ পদে লড়বেন ৩ লাখ প্রার্থী

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৪৮ পূর্বাহ্ন, ১০ অক্টোবর ২০২৫ | আপডেট: ৯:৪৮ পূর্বাহ্ন, ১০ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শুক্রবার (১০ অক্টোবর) অনুষ্ঠিত হচ্ছে ৪৯তম বিসিএস (বিশেষ)-এর এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকার ১৮৪টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে ইতোমধ্যে পরীক্ষার আসনবিন্যাস, সময়সূচি ও বিস্তারিত নির্দেশনা প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের আইবিএ এমবিএ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

এবারের ৪৯তম বিসিএস (বিশেষ) হচ্ছে শিক্ষা ক্যাডারের বিশেষ বিসিএস, যেখানে ৬৮৩টি পদে নিয়োগ দেওয়া হবে। পিএসসি জানিয়েছে, এই পদগুলোর বিপরীতে আবেদন করেছেন ৩ লাখ ১২ হাজারেরও বেশি প্রার্থী। অর্থাৎ, প্রতি পদের বিপরীতে প্রতিযোগিতা করবেন প্রায় ৪৫৬ জন প্রার্থী।

সময়সূচি ও কেন্দ্র

আরও পড়ুন: জ্যোতির্বিদদের অনুসন্ধানে উন্মোচিত মহাবিশ্বের রহস্য

সময়: সকাল ১০টা – দুপুর ১২টা

স্থান: ঢাকা মহানগরের ১৮৪টি কেন্দ্র

পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা

১️। প্রবেশের সময়: সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। এর পর কেউ প্রবেশ করতে পারবেন না।

২️। উত্তরপত্র: প্রতিটি পরীক্ষার্থীকে চারটি সেট (সেট ১, ২, ৩, ৪)-এর যেকোনো একটি দেওয়া হবে।

৩️। পরীক্ষাকালীন শৃঙ্খলা: প্রশ্নপত্র বিতরণের পর দুপুর ১২টার আগে কেউ পরীক্ষার কক্ষ ত্যাগ করতে পারবেন না।

৪️। নিষিদ্ধ সামগ্রী: বই, ঘড়ি, মোবাইল, ক্যালকুলেটর, ব্যাংক কার্ড সদৃশ কোনো ডিভাইস, গয়না, ব্যাগ বা যেকোনো ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষাকেন্দ্রে আনা যাবে না।

৫️। কানের নিয়ম: পরীক্ষার্থীদের কানের ওপর কোনো আবরণ রাখা নিষিদ্ধ। হিয়ারিং এইড ব্যবহার করতে হলে বিশেষজ্ঞ চিকিৎসকের সনদ ও কমিশনের অনুমোদন প্রয়োজন।

৬️। হল পরিবর্তন: কোনো পরীক্ষার্থী পরীক্ষার হল পরিবর্তনের আবেদন করতে পারবেন না।

৭️। প্রতিবন্ধী পরীক্ষার্থী:

 দৃষ্টিপ্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য শ্রুতলেখক নিয়োগ করেছে পিএসসি।

প্রতি ঘণ্টার জন্য দৃষ্টিপ্রতিবন্ধীরা পাবেন ১০ মিনিট অতিরিক্ত সময়, অন্য প্রতিবন্ধীরা পাবেন ৫ মিনিট অতিরিক্ত সময়।

শুধুমাত্র কমিশন-নির্ধারিত শ্রুতলেখকই পরীক্ষায় অংশ নিতে পারবেন।

৮️। নম্বর পদ্ধতি:

প্রশ্নসংখ্যা: ২০০টি

প্রতিটি সঠিক উত্তরে ১ নম্বর

প্রতিটি ভুল উত্তরে ০.৫০ নম্বর কাটা

মোট সময়: ২ ঘণ্টা