অভিমান ভুলে আবার রাজ-পরী একত্রে

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ৩:১১ অপরাহ্ন, ১৭ অগাস্ট ২০২৩ | আপডেট: ৯:১১ পূর্বাহ্ন, ১৭ অগাস্ট ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশের সিনেমা জগতের আলোচিত জুটি পরীমণি ও শরীফুল রাজ। ভালোবেসে বিয়ে করেছিলেন দু’জন। মান-অভিমান ভুলে আবারও এক হলেন ঢালিউডের এ আলোচিত জুটি। ছেলে রাজ্যকে নিয়ে একসঙ্গে সময় কাটালেন এই তারকা দম্পতি।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) সংগীতশিল্পী ও গীতিকার কৌশিক হোসেন তাপসের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা ছবি ও ভিডিওতে একসঙ্গে দেখা যায় রাজ-পরীকে। তাপস ক্যাপশনে লিখেছেন, ‘রাজ্য বাবার জন্মদিন উদযাপন করা হচ্ছে। টিএম’র পক্ষ থেকে।’

আরও পড়ুন: বহু বছরের গোপন প্রেমিকের কথা স্বীকার করলেন জয়া

পরীমনি-রাজের সন্তানের প্রথম জন্মবার্ষিকী উদযাপন করেছে টিএম ফিল্মস। যেখানে উপস্থিত ছিলেন গায়ক, সুরকার, সংগীত পরিচালক ও গানবাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপস ও তার স্ত্রী টিএম ফিল্মসের চেয়ারপারসন ফারজানা মুন্নি।

সেখানেই সন্তানকে নিয়ে হাজির হয়েছিলেন রাজ-পরী। সময়টা বেশ উপভোগ করেই কাটিয়েছেন এই দম্পতি। নিজের ফেসবুক পেজে পরীমনি-শরিফুল রাজের বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন তাপস। যেখানে একটি ছবিতে রাজকে জড়িয়ে ধরতে দেখা গেছে পরীমনিকে। অপর একটি ভিডিওতে দেখা গেছে, সন্তানকে কোলে নিয়ে রাজের পাশে বসে গান গাইছেন পরীমনি। এর পর ছেলেকে নিয়ে জন্মদিনের কেকও কেটেছেন।

আরও পড়ুন: ফেসবুকে তিশার উদ্দেশে শাওন বললেন, ‘নাটক কম করো পিও’

তাদের এই খুনসুটি ভক্তরাও বেশ উপভোগ করেছেন। দুজনকে ফের একসঙ্গে দেখে সবাই ধরে নিচ্ছেন, সব বিতর্ক ভুলে ছেলের টানে আবারও মিলে গেলেন এই জুটি।

উল্লেখ্য, গত ২০ মে পরীমনিকে রেখে নিজের সব জিনিসপত্র নিয়ে বাসা থেকে বেরিয়ে আসেন রাজ। এর পর ২৯ মে দিবাগত রাতে রাজের ফেসবুক আইডি থেকে রাজ ও তিন অভিনেত্রীর ব্যক্তিগত কিছু ছবি ও ভিডিও ফাঁস হয়। তারপর থেকে দুজনের সম্পর্কে অবনতি ঘটতে থাকে।