‘ডানকি’ আমার ক্যারিয়ারের সেরা ছবি হতে যাচ্ছে: শাহরুখ খান

২০২৩ সালে পরপর দুটি সিনেমা সুপারডুপারহিট হওয়ার পর বছরের তৃতীয় সিনেমা ‘ডানকি’ নিয়ে হাজির হচ্ছেন বলিউড বাদশা শাহরুখ খান। আগামী ২১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে বহুল আলোচিত ‘ডানকি’। কিং খান জানালেন, আমার ক্যারিয়ারের সেরা ছবি হতে যাচ্ছে ‘ডানকি’।
রাজকুমার হিরানি পরিচালিত ‘ডানকি’ মুক্তি উপলক্ষে দুবাইতে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন শাহরুখ খান। দুবাইয়ের বিখ্যাত গ্লোবাল ভিলেজে হাজার হাজার দর্শকের সামনে পারফর্ম করেছেন, নিজের ছবির বার্তা পৌঁছে দিয়েছেন।
আরও পড়ুন: বহু বছরের গোপন প্রেমিকের কথা স্বীকার করলেন জয়া
‘ডানকি’ ছবিটি সম্পর্কে তিনটি উল্লেখযোগ্য বিষয় জানতে চাওয়া হলে শাহরুখ খান বলেন, ‘এটা রাজকুমার হিরানি নির্মাণ করেছেন। আমার ক্যারিয়ারের সেরা ছবি। আর মুক্তি পাচ্ছে ২১ ডিসেম্বর।’
শাহরুখ বলেন, ‘আমি চাই আপনারা বাবা-মা, বাচ্চা, স্বামী-স্ত্রীকে নিয়ে যান প্রেক্ষাগৃহে। এই ছবিতে অনেক সুন্দর বার্তা আছে। আমি জানি, আপনারা অনেকেই নিজের ঘর ছেড়ে এই দুবাইকে দ্বিতীয় ঘর বানিয়েছেন। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলংকাসহ উপমহাদেশের অনেকেই এখানে আছেন। আপনারা ঘর থেকে দূরে আছেন, কিন্তু এই ঘরকে (দুবাই) আপন করে নিয়েছেন। নিজের ঘরের প্রতি আপনাদের কত ভালোবাসা এবং সেখানে ফেরার কী তীব্র আগ্রহ; আমাদের ছবিটা এরকম অনুভূতির গল্পেই বানানো হয়েছে।’
আরও পড়ুন: ফেসবুকে তিশার উদ্দেশে শাওন বললেন, ‘নাটক কম করো পিও’
ভারতজুড়ে ‘ডানকি’র অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে দেদারসে। ‘ডানকি’তে শাহরুখ ছাড়াও অভিনয় করেছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানি, বিক্রম কোচ্চার, অনিল গ্রোভার, জ্যোতি সুভাস প্রমুখ।