আওয়ামী লীগের প্রচারণায় সক্রিয় অপু বিশ্বাস এবার বিএনপির অনুষ্ঠানে

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৬:৪৫ অপরাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস রাজনীতির অঙ্গনেও আলোচনায় ছিলেন। আওয়ামী লীগের হয়ে নির্বাচনী প্রচারণায় সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি সংরক্ষিত নারী আসনের এমপি হওয়ার দৌড়েও তার নাম শোনা গিয়েছিল। তবে এবার ভিন্ন চিত্র— তাকে দেখা গেল বিএনপির এক অনুষ্ঠানে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) কুষ্টিয়ার খোকসা উপজেলায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত শোডাউন, ভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অপু বিশ্বাস। এ সময় তার সঙ্গে ছিলেন চিত্রনায়ক নিরব হোসেন।

আরও পড়ুন: ঢাকায় আজ দুই মঞ্চে চার ব্যান্ডের সঙ্গীত উৎসব

জানা যায়, অপু ও নিরব সেখানে যাচ্ছেন খবর ছড়িয়ে পড়তেই এলাকাবাসীর মধ্যে ব্যাপক উচ্ছ্বাস সৃষ্টি হয়। বিপুল জনতা ভিড় জমায় অনুষ্ঠানস্থলে। খোকসা পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রিপন হোসেন তাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানান।

অনুষ্ঠানে মঞ্চে বক্তব্য দেন অপু বিশ্বাস। তিনি বলেন, “ঢাকা থেকে সাত ঘণ্টার পথ পাড়ি দিয়ে আপনাদের সঙ্গে দেখা করতে এসেছি। আমি একজন শিল্পী, এটাই আমার পরিচয়। সেই পরিচয়েই আপনাদের ভালোবাসা পেয়েছি। আপনাদের দীর্ঘ অপেক্ষা আসলে সেই ভালোবাসারই বহিঃপ্রকাশ।”

আরও পড়ুন: ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা দিলেন ভিকি কৌশল

বগুড়ার মেয়ে অপু বিশ্বাস আরও বলেন, “এর আগে রাজবাড়ী এসেছিলাম, তবে খোকসায় এটাই আমার প্রথম আসা। আমাকে এখানে আনার জন্য রিপন ভাইকে ধন্যবাদ জানাই। তিনি আপনাদের সেবা করতে চান, আমি চাইবো আপনারা সেই সুযোগ দেবেন।”

নায়ক নিরবও সংক্ষিপ্ত বক্তব্য দেন। তিনি বলেন, “আমি সিনেমার মানুষ, সিনেমা নিয়ে কথা বলতেই স্বাচ্ছন্দ্যবোধ করি। তবে রিপন ভাইয়ের আমন্ত্রণে এখানে এসেছি। আশা করি, আপনারা তার পাশে থাকবেন।”

প্রসঙ্গত, আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় নিয়মিত অংশগ্রহণ করা অপু বিশ্বাসের বিএনপির আয়োজনে উপস্থিতি নতুন আলোচনার জন্ম দিয়েছে।