একদিনে ২৯৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত, অর্ধেকই বরিশাল-চট্টগ্রামে

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:০০ অপরাহ্ন, ০৫ জুলাই ২০২৫ | আপডেট: ১২:০৫ পূর্বাহ্ন, ২২ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) দেশে নতুন করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২৯৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে অর্ধেকেরও বেশি রোগী বরিশাল ও চট্টগ্রাম বিভাগে শনাক্ত হয়েছেন। তবে এ সময়ের মধ্যে ডেঙ্গুতে কোনো নতুন মৃত্যু হয়নি।

শনিবার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: একদিনে ডেঙ্গুতে প্রাণ গেল ৫ জনের, হাসপাতালে ৩১১ জন

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন আক্রান্ত ২৯৪ জনের মধ্যে বরিশাল বিভাগে ১২৬ জন, চট্টগ্রাম বিভাগে ২৭ জন, রাজশাহী বিভাগে ৩৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৪৮ জন, ঢাকা উত্তর সিটিতে ৩১ জন এবং ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় (সিটি কর্পোরেশনের বাইরে) ২৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এদিকে, গত একদিনে সারাদেশে আরও ৩৩৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর দেশে মোট ১০ হাজার ৬৭৩ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

আরও পড়ুন: ৩৩ ধরনের ওষুধের দাম কমালো, সাশ্রয় ১১৬ কোটি টাকা

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২5 সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ১১ হাজার ৯৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৫ জনের।

চিকিৎসকরা বলছেন, বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা রয়েছে। তাই সবাইকে সচেতন থাকার পাশাপাশি মশা নিধনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।