দেশে পুষ্টি নিরাপত্তা জোরদারের লক্ষ্যে CFQS প্রতিষ্ঠার Feasibility Study-র ভ্যালিডেশন কর্মশালা অনুষ্ঠিত

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ন, ১৬ নভেম্বর ২০২৫ | আপডেট: ৫:৪৭ অপরাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের পুষ্টি নিরাপত্তা, খাদ্যের মান নিশ্চিতকরণ এবং জনস্বাস্থ্য সুরক্ষাকে আরও শক্তিশালী করতে “Centre for Food Fortification, Quality and Safety (CFQS)” প্রতিষ্ঠার বিষয়ে পরিচালিত Feasibility Study-এর ভ্যালিডেশন কর্মশালা আজ রাজধানীর লেকশোর হাইটস-এ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এবং গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (GAIN) যৌথভাবে এই কর্মশালার আয়োজন করেছে।

কর্মশালার প্রধান অতিথি ছিলেন বাকৃবি-এর উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভুঁইয়া। তিনি বলেন, খাদ্য ফর্টিফিকেশন ও মাননিয়ন্ত্রণের আধুনিক গবেষণা, প্রশিক্ষণ এবং পরীক্ষাগার সুবিধা বাড়াতে CFQS প্রতিষ্ঠা অত্যন্ত সময়োপযোগী। এ কেন্দ্রটি দেশে নিরাপদ, পুষ্টিসমৃদ্ধ খাদ্য নিশ্চিতে একটি জাতীয় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৫৬৫ জন

কর্মশালায় সভাপতিত্ব করেন প্রফেসর মোহাম্মদ হোসাইন, সেন্ট্রাল ল্যাবরেটরি (PMHCL)-এর পরিচালক অধ্যাপক ড. মো. আমির হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডা. মো. রিজওয়ানুর রহমান, মহাপরিচালক, বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ; জনাব সুলতান আলম, যুগ্ম সচিব, শিল্প মন্ত্রণালয়; অধ্যাপক ড. জি এম মুজিবুর রহমান, ডীন, কৃষি অনুষদ, সিন্ডিকেট সদস্য, বাকৃবি; অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল হক, ছাত্র বিষয়ক উপদেষ্টা, বাকৃবি; ড. আশেক মাহফুজ, পোর্টফোলিও লিড, লার্জ স্কেল ফুড ফর্টিফিকেশন ও ভ্যালু চেইন, গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভড নিউট্রিশন (গেইন)।

আরও পড়ুন: ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৯০

তাঁরা জানান, CFQS খাদ্য মান পরীক্ষায় আধুনিক ল্যাব স্থাপন, শিল্পখাতে ফোর্টিফিকেশনের সঠিক প্রয়োগ, মানবসম্পদ উন্নয়ন এবং নীতিগত গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভড নিউট্রিশন (গেইন)-এর ফুড ফর্টিফিকেশন প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মো. আবুল বাশার চৌধুরী ফিজিবিলিটি স্টাডির পটভূমি উপস্থাপন করেন। পরে মূল ফিজিবিলিটি স্টাডির প্রতিবেদন উপস্থাপন করেন বাকৃবি-এর কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. ওয়াকিলুর রহমান।

বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই), বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ), বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক), জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, নিউট্রিশন ইন্টারন্যাশনাল, টেকনোসার্ভ, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা মুক্ত আলোচনায় অংশ নেন। তাঁরা প্রস্তাবিত কেন্দ্রের কাঠামো, ল্যাবরেটরি সক্ষমতা, মান নিয়ন্ত্রণ ব্যবস্থা ও প্রশিক্ষণ পরিকল্পনা নিয়ে গঠনমূলক মতামত দেন।

কর্মশালায় উপস্থাপিত প্রতিবেদন এবং অংশগ্রহণকারীদের আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে প্রতীয়মান হয়েছে, Centre for Food Fortification, Quality and Safety (CFQS) প্রতিষ্ঠা হলে দেশের পুষ্টি নিরাপত্তা আরও জোরদার হবে, পুষ্টি ঘাটতিজনিত জনস্বাস্থ্য সমস্যা মোকাবেলায় ফুড ফর্টিফিকেশন কার্যক্রম সমন্বিত ও বেগবান হবে এবং খাদ্য মান পরীক্ষায় আধুনিক সক্ষমতা তৈরি হবে।