জি২০ এর নতুন সদস্য হল আফ্রিকান ইউনিয়ন

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১:০৬ অপরাহ্ন, ০৯ সেপ্টেম্বর ২০২৩ | আপডেট: ৯:৪৪ পূর্বাহ্ন, ০৯ সেপ্টেম্বর ২০২৩
আফ্রিকান ইউনিয়নের প্রেসিডেন্টের সঙ্গে আলিঙ্গন করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি-সংগৃহীত
আফ্রিকান ইউনিয়নের প্রেসিডেন্টের সঙ্গে আলিঙ্গন করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি-সংগৃহীত

আজ শনিবার জি-২০ সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লিতে। জি-২০জোটের নতুন সদস্য হিসেবে যোগ দিয়েছে আফ্রিকান ইউনিয়ন।

শনিবার শীর্ষ সম্মেলনের শুরুতেই আফ্রিকান ইউনিয়নকে নতুন সদস্য হিসেবে ঘোষণা দেন নরেন্দ্র মোদি। পরে আফ্রিকান ইউনিয়নের প্রেসিডেন্টকে আলিঙ্গন করে সম্মেলনে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করে নেন তিনি। খবর বিবিসির।

আরও পড়ুন: মালয়েশিয়ায় সন্ত্রাসবাদের অভিযোগে দুই বাংলাদেশির বিরুদ্ধে মামলা, হতে পারে ৩০ বছরের কারাদণ্ড

আফ্রিকান ইউনিয়নকে আমন্ত্রণ জানিয়ে মোদি বলেন, আমি বিশ্বাস করি যে আফ্রিকান ইউনিয়নের অন্তর্ভুক্তি সবার সমর্থন পাবে। 

আরো পড়ুন: ভারতে জি-২০ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

আরও পড়ুন: ইউক্রেন চুক্তি নিয়ে পুতিনের অবস্থান স্পষ্ট করলেন ট্রাম্প, জেলেনস্কির উপস্থিতি নিয়ে নতুন তথ্য

জি২০ সম্মেলনের মূল আনুষ্ঠানিকতা শনিবার সকালে শুরু হয়েছে ভারতের নয়াদিল্লির মন্ডপম কনভেনশন সেন্টারে। সকাল ৯টার পরপরই বিশ্বনেতারা সম্মেলনের ভেন্যুতে যোগ দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা ভারত মন্ডপমে পৌঁছালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদেরকে অভ্যর্থনা জানান।