কনস্টেবল নিহতের ঘটনায় ঢাকায় অভিযানে সাতদিনে গ্রেপ্তার ৫০৫ ছিনতাইকারী

এক কনস্টেবল নিহত হওয়ার পর রাজধানীতে ছিনতাইকারীদের বিরুদ্ধে যে অভিযান শুরু করেছে পুলিশ, তাতে সাত দিনে গ্রেপ্তার হয়েছেন ৫০৫ জন।
ঢাকা মহানগর পুলিশ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত রাজধানীর বিভিন্ন বিভাগে অভিযান চালিয়ে ছিনতাই করার চেষ্টার সময় ৫০৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের এই ঘটনাগুলোতে ২০৮টি মামলা হয়েছে।
আরও পড়ুন: নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ নেই: ড. ইউনূস
সবচেয়ে বেশি গ্রেপ্তার হয়েছে তেজগাঁও বিভাগে ১৮৭ জন, সবচেয়ে কম গ্রেপ্তার হয়েছে গুলশান বিভাগে ১১ জন। তেজগাঁও বিভাগের মামলাও হয়েছে বেশি ৭৩টি, গুলশান বিভাগে হয়েছে সবচেয়ে কম সাতটি।
কোরবানির ঈদের ছুটিতে গত ১ জুলাই তেজগাঁওয়ের ফার্মগেইটে ছিনতাইকারীর ছুরিতে প্রাণ হারান মনিরুজ্জামান তালুকদার নামে পুলিশের এক কনস্টেবল। একই সময়ে হাতিরঝিলে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হন ইনডিপেনডেন্ট টিভির সহকারী প্রযোজক রাকিবুল হাসান রানা। আরও কয়েকটি ছিনকাইয়ের ঘটনাও সংবাদ মাধ্যমে আসে।
আরও পড়ুন: ফেব্রুয়ারিতেই নির্বাচন, কোনো শক্তি বিলম্বিত করতে পারবে না: প্রেস সচিব
এসব ঘটনার পর ঢাকা মহানগর পুলিশ ছিনতাইকারী দমনে অভিযান শুরু করে। ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, ‘আমরা চেষ্টা করছি ঢাকা মহানগরকে ছিনতাইমুক্ত রাখার। এর জন্য যত কঠোর হওয়া দরকার, আমরা হব; যত পরিশ্রম আমাদের করা প্রয়োজন, আমরা করব।’