ভৈরবে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ১৫ জনের মৃত্যু

Babul khandakar
বাংলাবাজার পত্রিকা
প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ন, ২৩ অক্টোবর ২০২৩ | আপডেট: ৪:৩০ পূর্বাহ্ন, ২৪ অক্টোবর ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরবে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন বলে জানা গেছে। মৃত্যের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

সোমবার (২৩ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটেছে। ভৈরব রেলওয়ে থানার ওসি মো. আলিম হোসেন শিকদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ নেই: ড. ইউনূস

পুলিশ জানায়, ভৈরবে যাত্রীবাহী এগারসিন্দুর এক্সপ্রেস গোধূলি ট্রেন ও মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। ঘটনাস্থল থেকে এখন ১৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে ট্রেনের নিচে এখনো অনেক লাশ চাপা পড়ে আছে।