জুলাই সনদকে কেন্দ্র করে সংঘর্ষ: ৪টি মামলা, ৯০০ জন অজ্ঞাত আসামি

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:২৯ অপরাহ্ন, ১৮ অক্টোবর ২০২৫ | আপডেট: ৩:২৯ অপরাহ্ন, ১৮ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জুলাই সনদ স্বাক্ষরকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনায় চারটি মামলা দায়ের করা হয়েছে। মামলাগুলো শেরেবাংলা নগর থানায় দায়ের হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) শেরেবাংলা নগর থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: তফসিল ও ভোটের তারিখ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান ইসির

থানা সূত্র জানায়, সবগুলো মামলার বাদী পুলিশ সদস্য।একটি মামলার বাদী একজন ট্রাফিক সার্জেন্ট। বাকি তিনটি মামলার বাদী শেরেবাংলা নগর থানা পুলিশ। মামলাগুলোতে প্রায় ৮০০ থেকে ৯০০ জনকে অজ্ঞাত আসামি হিসাবে নাম উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম রিমন চন্দ্র বর্মন।

শুক্রবার (১৭ অক্টোবর) ‘জুলাই যোদ্ধা’ ব্যানারে আন্দোলনকারীরা তাদের তিন দফা দাবি জুলাই সনদে অন্তর্ভুক্তির দাবি জানাতে মানিক মিয়া অ্যাভিনিউতে কর্মসূচি পালন করেন।

আরও পড়ুন: চিকিৎসকেরা নিশ্চিত করলেই এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে খালেদা জিয়াকে: মির্জা ফখরুল

দুপুর দেড়টার দিকে সংসদ ভবনের ১২ নম্বর গেটের কাছে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়।

একপর্যায়ে আন্দোলনকারীদের একটি অংশ গেট ভেঙে সংসদ ভবনের ভেতরে প্রবেশ করে এবং পরবর্তীতে আবার বাইরে ফিরে আসে।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে

১. আন্দোলনকারীদের নিক্ষিপ্ত বোতল ও চেয়ার লক্ষ্য করে যায় পুলিশের দিকে

২. পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে

৩. সড়কে আগুন জ্বালানো এবং ইট-পাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে

৪. পুলিশের কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়

৫. সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।