হাসনাতের নির্বাচনী প্রচারণা থেকে ২ যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ
জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী প্রচারণা থেকে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে কুমিল্লার দেবীদ্বার উপজেলায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: নারীদের এনজিও ঋণের দায়িত্ব নেবে সরকার: মির্জা ফখরুল
জানা যায়, বিকেল ৩টার দিকে দেবীদ্বারে নির্বাচনী প্রচারণা শুরু করেন হাসনাত আব্দুল্লাহ। এ সময় তার সঙ্গে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া তিনজনকে সন্দেহের ভিত্তিতে পুলিশ আটক করে।
পরে তাদের মধ্যে দুজনকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। স্থানীয়দের সহায়তায় পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের ছেড়ে দেওয়া হয়।
আরও পড়ুন: যারাই বিভ্রান্ত করার চেষ্টা করবে, তাদের ‘গুপ্ত’ বলবেন: তারেক রহমান
পুলিশ জানায়, হাসনাত আব্দুল্লাহর নিরাপত্তা নিশ্চিত করতে তারা তৎপর রয়েছে এবং এ ধরনের নিরাপত্তা সংক্রান্ত পরিস্থিতি মোকাবেলায় সতর্ক রয়েছে।





