নির্বাচনি প্রচারণায় দেশব্যাপী সফরে জামায়াত আমির, শুরু ২২ জানুয়ারি

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:২৩ পূর্বাহ্ন, ১৭ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১০:২৩ পূর্বাহ্ন, ১৭ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণার অংশ হিসেবে দেশের বিভিন্ন এলাকায় সফর করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আগামী ২২ জানুয়ারি ঢাকা মহানগরী দিয়ে এই সফর শুরু হবে। পর্যায়ক্রমে ২৩ ও ২৪ জানুয়ারি তিনি উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় নির্বাচনি প্রচারণায় অংশ নেবেন।

শুক্রবার জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে এ তথ্য জানানো হয়। দলটির পক্ষ থেকে জানানো হয়, আগামী ২২ জানুয়ারি ডা. শফিকুর রহমান তার নির্বাচনি এলাকা ঢাকা-১৫ তে গণসংযোগ করবেন এবং নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন।

আরও পড়ুন: নারীদের এনজিও ঋণের দায়িত্ব নেবে সরকার: মির্জা ফখরুল

এরপর ২৩ জানুয়ারি উত্তরবঙ্গ সফরের অংশ হিসেবে বেলা ২টায় দিনাজপুর জেলা জামায়াতের আয়োজনে স্থানীয় গোর-ই-শহীদ ময়দানে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি। একই দিন বিকাল ৪টায় ঠাকুরগাঁয় এবং সন্ধ্যায় বিভাগীয় শহর রংপুরে আয়োজিত পৃথক জনসভাতেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াত আমির।

সফরের শেষ দিনে ২৪ জানুয়ারি সকালে তিনি জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ও জুলাই যোদ্ধা আবু সাঈদের কবর জিয়ারত করবেন। পরে সকাল ১০টায় গাইবান্ধা জেলার পলাশবাড়িতে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ডা. শফিকুর রহমান।

আরও পড়ুন: যারাই বিভ্রান্ত করার চেষ্টা করবে, তাদের ‘গুপ্ত’ বলবেন: তারেক রহমান

নির্বাচনকে সামনে রেখে এই সফরের মাধ্যমে দলীয় নেতাকর্মীদের উজ্জীবিত করা এবং সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করাই এ কর্মসূচির মূল লক্ষ্য বলে জানিয়েছে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃত্ব।