মেসির ইন্টার মায়ামিতে সুয়ারেজ

স্পেনের কাতালুনিয়ার বার্সেলোনায় একসঙ্গে স্মরণীয় কিছু বসন্ত কাটানো লিওনেল মেসি ও লুইস সুয়ারেজকে আবারও এক দলে দেখতে মুখিয়ে ছিলেন ফুটবল ভক্তরা। অবশেষে তাদের সেই অপেক্ষার অবসান হয়েছে। পুরনো ক্লাব বার্সেলোনার তিন সতীর্থ লিওনেল মেসি, সের্হিও বুসকেতস ও জর্দি আলবার সঙ্গে ইন্টার মায়ামিতে যোগ দিলেন সুয়ারেজ। এক বছরের চুক্তিতে আমেরিকান লিগ সকার (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে নাম লিখিয়েছেন সুয়ারেজ।
ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিও ছাড়ার পর ফ্রি এজেন্ট হন সুয়ারেজ। এর পরই আমেরিকান সকার ক্লাবটিতে যোগ দেন তিনি। মূলত মেসিদের জন্যই এই ক্লাবে যোগ দিয়েছেন উরুগুয়ের এ স্ট্রাইকার। তিনি বলেন, ‘অসাধারণ বন্ধু ও খেলোয়াড়দের সঙ্গে ফের মিলিত হওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
আরও পড়ুন: স্বপ্ন পূরণের পথে দাবাড়ু মুনতাহা, পাশে দাঁড়ালেন সাবেক ফুটবলার আমিনুল হক
বার্সেলোনা, নাসিওনাল, আয়াক্স, অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে লিগ শিরোপা জেতা সুয়ারেজের দারুণ সময় কেটেছে ব্রাজিলে। লিগে দ্বিতীয় হওয়া গ্রেমিওর হয়ে ৩৩ ম্যাচে করেছেন ১৭ গোল। এই পারফরম্যান্সে সাবেক লিভারপুল স্ট্রাইকার ভোটে জিতেছেন সেরিআর বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার।