সালেহ উদ্দিন সেলিমের ৯ম মৃত্যুবার্ষিকী অনুষ্ঠিত

বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের প্রতিষ্ঠাতা মহাসচিব, প্রয়াত মো. সালেহ উদ্দিন সেলিম এর ৯ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৬ অগাস্ট মঙ্গলবার সন্ধ্যায় মাগরিফ নামাজের পর নারায়নগঞ্জের পুরাতন কোর্ট প্রাঙ্গনে সমিতির কার্যালয়ে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি কামরুল ইসলামের এর সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নেত্রকোণায় যুবদলের মিলাদ মাহফিল
দোয়া মাহফিলে প্রয়াত মো. সালেহ উদ্দিন সেলিম এর রুহের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। উপস্থিত সকলের মাঝে নেওয়াজ বিতরণ করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ নারায়নগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মোফাজ্জল হোসেন,সহ-সভাপতি মো. কামরুল হাসান, সাধারণ সম্পাদক মো. মীর মোজাম্মেল হক,যুগ্ন সাধারণ সম্পাদক মো. আওলাদ হোসেন, দপ্তর সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, অর্থ সম্পাদক আব্দুর রহমানসহ জেলার নেতৃবৃন্দ।
আরও পড়ুন: জৈন্তাপুরে জাফলং থেকে লুট হওয়া ৭ হাজার ঘনফুট পাথর উদ্ধার