মুন্সীগঞ্জে ভবন রঙ করতে গিয়ে রশি ছিঁড়ে ২ শ্রমিক নিহত

বাংলাবাজার পত্রিকা রিপোর্ট
প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ন, ১২ অগাস্ট ২০২৩ | আপডেট: ৯:৪৫ পূর্বাহ্ন, ১২ অগাস্ট ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের গজারিয়ায় নির্মাণাধীন ভবনে রঙের কাজ করতে গিয়ে রশি ছিঁড়ে নিচে পড়ে নিহত হয়েছে দুই শ্রমিক। উপজেলায় নির্মাণাধীন পাঁচতলা ভবনের চার তলায় রঙের কাজ করার সময় রশি ছিঁড়ে পড়ে যায় দুই শ্রমিক। শনিবার (১২ আগস্ট ) সকাল ৯টার দিকে গজারিয়া উপজেলার বাউশিয়া এলাকায় ওষুধ শিল্প পার্কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মাদারীপুরের শিবচর উপজেলার সেনেরবাগ গ্রামের টোকন খানের ছেলে মো. শহীদ (২৭) ও একই গ্রামের আবুল মাতুব্বরের ছেলে আব্দুস সোবহান (২৫)।

আরও পড়ুন: সেনাবাহিনীর অভিযানে খাগড়াছড়িতে অস্ত্রগুলি সহ আটক ১

প্রত্যক্ষদর্শী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার সকাল ৯টার দিকে ওষুধ শিল্প পার্কে একমি ল্যাবরেটরিজ লিমিটেড প্লটের ভেতর নির্মাণাধীন পাঁচতলা ইউটিলিটি ভবনের চার তলায় রঙের কাজ করছিলেন ৩ জন রংমিস্ত্রি। এদের মধ্যে দুইজন রশিতে ঝুলে রঙ করছিলেন। এ সময় রশি ছিঁড়ে নিচে পড়ে ঘটনাস্থলেই দুই রং মিস্ত্রির মৃত্যু হয়।

এ ব্যাপারে গজারিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোহেব আলী বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিকভাবে আমাদের কাছে যেটা মনে হয়েছে, রঙ করা অবস্থায় রশি ছিঁড়ে নিচে পড়ে তারা মারা গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতা, ৯০ হাজার টাকা উদ্ধার