ইভটিজিংয়ের প্রতিবাদ করায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

Abid Rayhan Jaki
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ন, ০২ মার্চ ২০২৪ | আপডেট: ১০:১৮ পূর্বাহ্ন, ০২ মার্চ ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় নড়াইলের কালিয়ায় মাহাবুবুর রহমান নিলয় (১৫) নামের দশম শ্রেণির এক মাদরাসা ছাত্র খুন হয়েছে। শুক্রবার রাত ১২টার দিকে কালিয়া উপজেলার নড়াগাতি থানার তালবাড়িয়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত নিলয় মোল্লা নড়াগাতি থানার টোনা গ্রামের সাবেক পুলিশ সদস্য সুলতান আহমেদ মোল্লার (পিকু মোল্লা) ছেলে। সে টোনা দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র ছিল। এ সময় নিলয় এর সঙ্গে থাকা তামিম খান নামে আরেক শিক্ষার্থী আহত হয়। তামিম একই গ্রামের ইকরাম খানের ছেলে।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ১৩

এলাকাবাসী জানায়, ১০/১৫ দিন আগে এলাকার টোনা ব্রিজের কাছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত করে ব্রাহ্মণপাটনা গ্রামের শাকিল খান নামের এক কিশোর। এ সময় নিলয় ঘটনাটি দেখে শাকিল খানকে বাধা দেয়।

এ সময় শাকিলকে থাপ্পর দিয়ে বলে ‘মেয়েদের দিকে চোখ তুললে ভালো হবে না’। এরপর শাকিল তাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যায়। 

আরও পড়ুন: নরসিংদীতে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার, আটক ৩

এ ঘটনার জেরে গতকাল শুক্রবার রাতে নিলয় মোল্লা ও তামিম খান পার্শ্ববর্তী তালবাড়িয়া গ্রামে ওয়াজ মাহফিল শুনতে যায়। সেখান তাদের ওপর হামলা করে শাকিল খান ও তার সহযোগীরা। পরে স্থানীয়রা বিষয়টি মিটমাট করে দেয়। এর কিছুক্ষণ পর নিলয়কে পাশে ডেকে নিয়ে চাকু ও রামদা দিয়ে কোপাতে থাকে। এ সময় তামিমও রামদায়ের কোপে আহত হয়।  পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় নিলয়কে উদ্ধার করে প্রথমে বড়দিয়া হাসপাতালে ও পরে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী। তিনি জানান, একটি ইভটিজিংয়ের ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড। খুনিদের শনাক্ত করা গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।