মাদারীপুরে ৮ টি দোকানে তালা ভেঙে দুর্ধর্ষ চুরি

ছবিঃ সংগৃহীত
মাদারীপুর সদর উপজেলার ঘাটমাঝি ইউনিয়নের গগনপুর ও মন্টারপুল বাজারে ৮ টি দোকানে তালা ভেঙে দুর্ধর্ষ চুরি হয়েছে। সোমবার রাত ৩ টার দিকে এ ঘটনা ঘটে। মন্টারপোল বাজারের, সততা এন্টারপ্রাইজ নামে দোকানে তালা কেটে দোকানের মধ্যে প্রবেশকরে চোর চক্রটি। এরপর দোকানের ১০টি এলপিজি গ্যাস সিলিন্ডার, ৪ কয়েল তার, নগদ ৫ হাজার টাকা, ১০ তেকে ১২ হাজার টাকার মোবাইল এর মিনিট ও এমবি কার্ড টাকার এছাড়া ও অনন্য মালামাল নিয়ে যায় বলে দাবি করেন দোকানের মালিক, মো: রাসেল হাওলাদার। এরপর, সদর উপজেলার গগনপুর বাজারের খানস্টোর, রোকেয়া ফার্মেসী, রাসিদা এন্টারপ্রাইজ সহ মোট ৮ টি দোকানে চুরি করে বলে জানান দোকানিরা। এসময় দোকানিরা জানান তাদের মোট প্রায় ৮ লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে চোরেরা।
এসময় ক্ষতিগ্রস্ত দোকানি, রোকেয়া ফার্মেসির মালিক, মো: মোনায়েম খান বলেন, আমি দীর্ঘ ৭-৮ বছর ওষুধের ব্যবসা করে আসছি, প্রতিদিনের মতো ভোরেই দোকান খুলি, দোকান খুলতে গিয়ে দেখি, দোকানের তালা ভাঙ্গা,পরে দোকানের ভিতর প্রবেশ করে দেখি দোকানের দামি দামি ঔষধ নিয়ে গেছে চোরেরা। আমার প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার মালামাল চুরি হয়েছে, প্রশাশনের নিকট দাবি জানাচ্ছি, তারা যেন অতিদ্রুত তোর চক্রের সদস্যদের আইনের আওতায় আনে।
রাশিদা এন্টারপ্রাইজ এর মালিক মো: জসিমউদদীন বলেন, রাত ৩ :৪৫ এর সময়, চোরেরা তালা কেটে দোকানের ভিতরে প্রবেশ করে, পরে আমার দোকানের মুল্যবান ইজিবাইকের
৪ টি নতুন ভ্যাটারি, রাউটার, মোবাইলের ভ্যাটারি সহ অনেক দামি দামি জিনিস নিয়ে গেছে। আমি এর সঠিক বিচার চাই।
পরে ক্ষতিগ্রস্ত দোকানিরা মাদারীপুর সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেন।
মাদারীপুর পুলিশ সুপার, মে. মাসুদ আলম জানান, আমি শুনেছি গতরাতে মন্টারপোল ও গগনপুর বাজারে চুরি হয়েছে, তারা থানায় অভিযোগ দিয়েছে, তদন্ত সাপেক্ষে নেওয়া হবে আইনি ব্যাবস্থা।