ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও এনআরবি ওয়ার্ল্ড এর মধ্যে কর্পোরেট স্বাস্থ্যচুক্তি

AK Azad
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১০:১২ অপরাহ্ন, ০৮ জানুয়ারী ২০২৫ | আপডেট: ৪:৩৩ পূর্বাহ্ন, ১৬ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রবাসী বাংলাদেশিদের সংগঠন- এনআরবি ওয়ার্ল্ড ও রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে এক দ্বিপাক্ষিক কর্পোরেট স্বাস্থ্যচুক্তি সম্পন্ন হয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) এই চুক্তিতে যৌথভাবে স্বাক্ষর করেন - ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্ত্তী, ব্যবস্থাপনা পরিচালক ডাঃ আশীষ কুমার চক্রবর্ত্তী ও এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (বিজনেস ডেভেলপমেন্ট) একেএম সাহেদ হোসেন এবং এনআরবি ওয়ার্ল্ড এর ফাউন্ডার এনামুল হক এনাম, কো-অর্ডিনেটর জাসির কবির, এক্সিকিউটিভ মেম্বার ডিউক খান ও মনির হোসেন।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের হেড অব কর্পোরেট নীতা চক্রবর্ত্তী ও সিনিয়র এক্সিকিউটিভ (কর্পোরেট বিজনেস ডেভেলপমেন্ট) আমিনুল ইসলাম সুমন।
 

আরও পড়ুন: খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নেত্রকোণায় যুবদলের মিলাদ মাহফিল

চুক্তির আওতায় এনআরবি ওয়ার্ল্ড -এর সকল সদস্য এবং তাদের পরিবার এখন থেকে এই হাসপাতালে এক্সিকিউটিভ হেল্থ চেক-আপ, কার্ডিয়াক হেলথ চেক-আপ ও অন্যান্য স্বাস্থ্য পরীক্ষায় বিশেষ ছাড় পাবেন। এছাড়াও ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষ ছাড়ে চিকিৎসা সেবা গ্রহণের পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে জরুরি স্বাস্থ্যসেবা পাবেন।