লৌহজংয়ে আগুনে ৪ বসত ঘর পুরে ছাই

Sanchoy Biswas
মুন্সীগঞ্জ সংবাদদাতা
প্রকাশিত: ১:৪৩ অপরাহ্ন, ০৭ মার্চ ২০২৫ | আপডেট: ১১:১১ পূর্বাহ্ন, ১৫ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা কাজির পাগলা এলাকায় ভয়াবহ আগুনে ৪ টি বসত ঘর পুড়ে ছাই। বৃহস্পতিবার রাত ১টার দিকে লৌহজং উপজেলা মেদিনীমণ্ডল ইউনিয়ন কাজির পাগলা গ্রামে এ আগুনের ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানানা, কাজির পাগলা গ্রামে ইউসুফ জামান, মাহাবুব আলম, মাহফুজ আলম ও আব্দুল রফিক বসত ঘরে আগুনে ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুই ইউনিটের প্রায় ২ ঘণ্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ১০ লাখ টাকা মত ক্ষয়ক্ষতি হয়েছে। 

আরও পড়ুন: রাজশাহীতে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার

লৌহজং ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সুমন আলী জানান, খবর পেয়ে আমার ঘটনা স্থানে চলে আসি। প্রায় ২ ঘণ্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ৪ টি বসতঘর পুড়ে গেছে।  প্রায় ১০ থেকে ১২ লাখ টাকা মত ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার থেকে আগুনে সূত্রপাত ঘটে।