পুলিশি অভিযান অব্যাহত
নান্দাইলে ডেভিল, মাদক ব্যবসায়ী ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৩১১ জন গ্রেফতার

ময়মনসিংহের নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেনের নেতৃত্বে থানা পুলিশ উপজেলার ১৩টি ইউনিয়নের গ্রামাঞ্চলসহ পৌর এলাকায় ব্যাপক পুলিশি অভিযান চালিয়ে ডেভিল, মাদক ব্যবসায়ী ও সাজাপ্রাপ্ত আসামি ও জুয়ারিসহ ৩১১ জনকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছেন।
থানা সূত্রে জানা গেছে, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন গত ২২ মার্চ ২০২৫ তারিখে নান্দাইল মডেল থানায় যোগদান করার পর ৩০ জুন ২০২৫ তারিখ পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে নিয়মিত মামলায় ডেভিলসহ ১০২ জন, ৩৩টি মাদক মামলায় ৩২ জন, ১২টি জুয়া আইনে প্রসিকিউশন মোতাবেক ৬০ জন জুয়ারি, অন্যান্য প্রসিকিউশন মামলায় ৩৩ জন, সাধারণ পরোয়ানাভুক্ত ৮৪ জন, ১০ জন সাজাপ্রাপ্ত আসামিসহ ৩১১ জনকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করতে সক্ষম হয়েছেন।
আরও পড়ুন: ৪০ কেজি গাঁজাসহ বরখাস্ত পুলিশ সদস্য গ্রেপ্তার
এ সময় পুলিশ ৩ কেজি ৯৫০ গ্রাম গাঁজা, ৬৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ৬৩টি মাদক স্পট, ৩০টি জুয়ার স্পটে অভিযান চালিয়ে ধ্বংস করেছে। এছাড়াও ইভটিজিং রোধে ৫২টি মতবিনিময় সভা ও ৪৫টি বিট পুলিশি সভা সম্পন্ন করেছে।
ওসি আনোয়ার হোসেন আরও জানান, নান্দাইলের আইনশৃঙ্খলা সমুন্নত রাখার স্বার্থে জোর পুলিশি অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদকের বিষয়ে কোনো প্রকার ছাড় নয়, সে যেই হোক না কেন।
আরও পড়ুন: জৈন্তাপুরে যৌথ টহল, নিরাপত্তা জোরদারে পুলিশ ও সেনাবাহিনী একসাথে মাঠে