মানবপাচার রোধে জেনে-বুঝে নিয়ম মেনে বিদেশ যেতে হবে

বিশ্ব মানবপাচার প্রতিরোধ দিবস উপলক্ষে মানিকগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ জুলাই) দুপুরে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম কম্বোটিং হিউম্যান ট্রাফিকিং থ্রু স্ট্রেনদেনিং ৪ পিএস এর উদ্যোগে মানিকগঞ্জ শহরের ব্র্যাকের মাইগ্রেশন এন্ড রিইন্টিগ্রেশন সার্পোট সেন্টারের অফিস কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মো. আব্দুল জলিল খন্দকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ নূর অতএব আহম্মদ।
আরও পড়ুন: ৪০ কেজি গাঁজাসহ বরখাস্ত পুলিশ সদস্য গ্রেপ্তার
সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, বেশি বেতনের চাকরি, ভালো সুবিধার প্রলোভন দেখিয়ে বিদেশে মানব পাচার করা হচ্ছে। প্রলোভন এড়াতে সচেতনতার বিকল্প নেই। পাচারকারীদের ফাঁদ থেকে নিরাপদ থাকতে জেনে-বুঝে নিয়ম মেনে বিদেশ যেতে হবে। প্রশিক্ষণ নিয়ে,ভাষা শিখে বিদেশ গেলে মানব পাচারের শিকারে পরিণত হতে হয় না।