অষ্টগ্রামে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অষ্টগ্রাম উপজেলায় আনন্দ র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১১.৩০ মিনিটে পুরাতন উপজেলা পরিষদ থেকে র্যালিটি শুরু হয়ে কোর্ট বিল্ডিং ও জেলা পরিষদ প্রদক্ষিণ শেষে ডাক বাংলোর সামনে শেষ হয়।
র্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, দেশের সংকটকালীন সময়ে বাকশাল, স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে শহীদ জিয়ার নেতৃত্বে গঠিত বিএনপি জনগণের পাশে ত্রাণকর্তা হিসেবে দাঁড়িয়েছে। তারা আরও জানান, সুদীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতায় আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে জনগণের ব্যালটের মাধ্যমে দেশের প্রকৃত মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দেওয়া হবে এবং তখনই বিএনপি দেশকে নেতৃত্ব দেবে।
আরও পড়ুন: অমানবিক পুশইনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহম্মেদ, সাধারণ সম্পাদক জাকির হোসেন মুকুল, সাংগঠনিক সম্পাদক এস এম শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক নিজামুল হক নজরুল। এছাড়া যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন, ছাত্রদলের সাবেক আহ্বায়ক এস এম জাভেদ, ছাত্রদলের আহ্বায়ক তিতুমীর হোসেন সোহেল ও সদস্য সচিব আল মাহমুদ মোস্তাক উপস্থিত ছিলেন।
নেতাকর্মীদের এই উপস্থিতি ও উৎসাহবোধ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের আনন্দমুখর পরিবেশকে আরও বাড়িয়ে তোলে।
আরও পড়ুন: জামালপুরের আলোচিত মনিরুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার





