টঙ্গী ইজতেমা হত্যাকাণ্ড: চার্জশিট দাখিল ও ন্যায়বিচারের দাবি সচেতন আইনজীবী পরিষদের

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ন, ০৮ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১:১৩ অপরাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

টঙ্গী ইজতেমা মাঠে ২০১৮ ও ২০১৪ সালের চারজন হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত শেষে চার্জশিট দাখিল ও জড়িতদের গ্রেপ্তার ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন সচেতন আইনজীবী পরিষদ ঢাকা।

আরও পড়ুন: অমানবিক পুশইনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি

সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। লিখিত বক্তব্য পাঠ করেন সচেতন আইনজীবী পরিষদ ঢাকার যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মতিন উদ্দিন আনোয়ার।

আরও পড়ুন: জামালপুরের আলোচিত মনিরুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার

তিনি বলেন, মাওলানা সাদপন্থী বাংলাদেশের অনুসারীদের হামলায় ২০১৮ সালের ১ ডিসেম্বর টঙ্গী ময়দানে শুরায়ী নেজাম পন্থীর একজন নিহত হন এবং অনেকে আহত হন। এরপর ২০২৪ সালের ১৭ ডিসেম্বর একই কায়দায় শুরায়ী নেজামের অনুসারীদের ওপর হামলা চালায়, এতে চারজন মারা যান। ঘটনার নয় মাস পার হলেও এখনো চার্জশিট দাখিল করা হয়নি।

অ্যাডভোকেট মতিন উদ্দিন আনোয়ার আরও বলেন, আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এখনও চার্জশিট না হওয়ায় মামলার ন্যায় বিচার নিয়ে শঙ্কা রয়েছে।