জয়দেবপুরে মোহনগঞ্জ এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

Sanchoy Biswas
বাংলাবাজার ডেক্স
প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ন, ৩১ অক্টোবর ২০২৫ | আপডেট: ১২:০৩ অপরাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন এলাকায় ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) বেলা প্রায় ২টার দিকে এ ঘটনা ঘটে।

স্টেশন মাস্টার আবুল হোসেন জানান, দুপুর ২টা ১০ মিনিটের দিকে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি এক নম্বর লাইন দিয়ে জয়দেবপুর জংশন অতিক্রম করছিল। স্টেশনের দক্ষিণ প্রান্তে পৌঁছালে ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়।

আরও পড়ুন: অমানবিক পুশইনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি

তিনি বলেন, ঘটনায় কেউ আহত হয়নি। তবে বগিটি লাইনচ্যুত হওয়ায় ওই লাইনে ট্রেন চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে। বিকল্প লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

ঘটনার পর রেলওয়ে কর্মীরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। বিকেল ৪টার দিকেও বগি উদ্ধারের কাজ চলছিল বলে স্টেশন মাস্টার জানিয়েছেন।

আরও পড়ুন: জামালপুরের আলোচিত মনিরুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার

রেলওয়ে কর্মকর্তারা বলছেন, উদ্ধার কাজ শেষ হলেই ওই লাইন দিয়ে পুনরায় ট্রেন চলাচল শুরু হবে।