পটুয়াখালীতে শুরু দশ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা

Sanchoy Biswas
অপূর্ব সরকার, পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ৭:১১ অপরাহ্ন, ০৬ নভেম্বর ২০২৫ | আপডেট: ১:৪১ অপরাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

“ক্ষুদ্র শিল্প ক্ষুদ্র নয়, দিনে দিনে বড় হয়” — এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীতে শুরু হয়েছে দশ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা ২০২৫। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় জেলা প্রশাসন ও বিসিক কার্যালয়ের উদ্যোগে পটুয়াখালী ডিসি স্কয়ার মাঠে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ উল আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী পৌরসভার প্রশাসক ও উপপরিচালক (উপসচিব) জুয়েল রানা।

আরও পড়ুন: অমানবিক পুশইনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার এবং বিসিকের সরকারি মহাব্যবস্থাপক মো. আলমগীর শিকদার।

মেলায় পটুয়াখালীসহ দেশের বিভিন্ন জেলার উদ্যোক্তারা তাঁদের উৎপাদিত তাঁতের শাড়ি, লুঙ্গি, গামছা, পাটপণ্য, মৃতশিল্পের সামগ্রীসহ নানা হস্ত ও কুটির শিল্পের পণ্য প্রদর্শন করছেন। প্রায় ১০০টি স্টলে দেশি-বিদেশি মানসম্মত পণ্যের সমাহার দর্শনার্থীদের আকর্ষণ করছে। প্রতিটি স্টলে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে, আর ক্রেতারা ঘুরে ঘুরে কিনছেন পছন্দের পণ্য।

আরও পড়ুন: জামালপুরের আলোচিত মনিরুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার

মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। সন্ধ্যার পর অনুষ্ঠিত হবে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।

জেলা প্রশাসন জানিয়েছে, স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যের প্রচার ও প্রসার, উদ্যোক্তাদের উৎসাহ ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়েছে।