অষ্টগ্রামে কৃষকের মানববন্ধন ও বিক্ষোভ: ১ সপ্তাহের মধ্যে পানি সরবরাহের দাবি
কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে সেচ প্রকল্পে মনোনীত ম্যানেজারের প্রতি সমর্থন জানিয়ে বৃহস্পতিবার জিরো পয়েন্ট এলাকায় হাজারো কৃষকের উপস্থিতিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে কৃষকরা জানান, তাদের মনোনীত ব্যক্তিকে সেচ প্রকল্পের ম্যানেজার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাই তারা দ্রুততম সময়ে তাকে মাঠে কাজে যুক্ত করে ফসলি জমিতে পানি সরবরাহ নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।
আরও পড়ুন: অমানবিক পুশইনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি
কৃষকরা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, “আমরা এক সপ্তাহের মধ্যে পানি না পেলে ধান নষ্ট হয়ে যাবে। কৃষকের ক্ষতি হবে এমন কোনো বাধা বরদাস্ত করা হবে না।”
তাদের মতে, সেচ প্রকল্পে স্বচ্ছতা, সময়মতো পানি সরবরাহ এবং মাঠ পর্যায়ে সঠিক ব্যবস্থাপনাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন: জামালপুরের আলোচিত মনিরুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার
মানববন্ধনের শেষে কৃষকেরা জিরো পয়েন্ট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। সমাপনী বক্তব্যে কৃষক আল মাহমুদ মুস্তাক বলেন, “পানি সঙ্কটে আমরা মারাত্মক ক্ষতির মুখে পড়ব। এক সপ্তাহের মধ্যে পানি না পেলে প্রয়োজন হলে বিএডিসি সেচ অফিস ও ইউএনও অফিস ঘেরাও করব।”
সেচ প্রকল্পের মনোনীত ম্যানেজার সাইদুল হক রাজন জানান, “কৃষকের স্বার্থে আমরা সেচ কার্যক্রম নিশ্চিত করতে কাজ করছি। বিভ্রান্তিকর তথ্যের মধ্যে না পড়ে প্রকল্প পরিচালনায় মনোনিবেশ করা হবে।”
কৃষক হুমায়ুন কবির দানা মিয়া বলেন, “কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম) থেকে সংসদ সদস্য প্রার্থী রহিম মোল্লার অনুসারীরা আমাদের দাবিকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। তাদের এ চেষ্টা ব্যর্থ হবে কারণ আমরা ঐক্যবদ্ধ।”





