বাউল শিল্পী আবুল সরকারের ফাঁসির দাবিতে নান্দাইলে ইত্তেফাকুল উলামার মানববন্ধন
ময়মনসিংহের নান্দাইলে পবিত্র কুরআন ও মহান আল্লাহ তায়ালার শানে কটুক্তির প্রতিবাদে বাউল শিল্পী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২রা ডিসেম্বর) দুপুর ১১টায় নান্দাইল উপজেলা চত্বরে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে ‘ইত্তেফাকুল উলামা নান্দাইল উপজেলা শাখা’র নেতৃবৃন্দ ও তৌহিদী জনতা।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বাউল শিল্পী আবুল সরকার পবিত্র কুরআন ও মহান আল্লাহ তায়ালাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, যা ইসলাম ধর্মের অবমাননা এবং ধর্মপ্রাণ মুসলমানদের অনুভূতিতে চরম আঘাত এনেছে। তাঁরা অবিলম্বে অভিযুক্ত বাউল শিল্পীর দ্রুত বিচার আইনে সর্বোচ্চ শাস্তি হিসেবে ফাঁসির দাবি জানান।
আরও পড়ুন: ক্যান্সারে আক্রান্ত শিশুর পাশে নেই বাবা, একা সংগ্রাম করছেন মা
ইত্তেফাকুল উলামা নান্দাইল শাখার সভাপতি মুফতি ইব্রাহিম কাসেমীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. ওলি উল্লাহর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ জেলা উত্তরের সাংগঠনিক সম্পাদক ও নান্দাইল আসনের খেলাফত মজলিসের এমপি প্রার্থী মাও. শামসুল ইসলাম রহমানী, ইত্তেফাকুল উলামা নান্দাইল শাখার সাধারণ সম্পাদক মাও. গোলাম মোস্তফা, মাও. রুহুল আমিন, মাও. মুফতি খাদেমুল ইসলাম, মাও. হামিদুজ্জামান, মাও. আল আমিন বিন কাসেম, মাও. মুফতি নাসির উদ্দিন প্রমুখ।
এসময় ইসলামী দলীয় নেতৃবৃন্দ, মাদরাসার ছাত্র ও তৌহিদী জনতা উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে প্রতিবাদীরা বিভিন্ন ধরনের স্লোগানের মাধ্যমে বিক্ষোভ মিছিল করেন এবং প্রশাসনের কাছে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
আরও পড়ুন: রাজশাহীতে ৩০ ফুট গভীর পাইপে আটকা ২ বছরের শিশু, চলছে উদ্ধারের চেষ্টা





