যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে দগ্ধ শিশুর মৃত্যু

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৫৮ অপরাহ্ন, ২৯ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১২:৫৮ অপরাহ্ন, ২৯ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় একটি বাসায় এসি বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হওয়া শিশু তানভীর (৯) মারা গেছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও পড়ুন: আগারগাঁওয়ে গ্যাস লিকেজে বিস্ফোরণ: একই পরিবারের ৬ জন দগ্ধ

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, এসি বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের চার সদস্যকে ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল। তাদের মধ্যে শিশু তানভীরের শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়।

আরও পড়ুন: গজারিয়াতে সিলিন্ডার বিস্ফোরণে দুই বাড়ি ভস্মীভূত, ক্ষতি প্রায় ১৫ লাখ টাকা

এর আগে, গত বুধবার (২৫ সেপ্টেম্বর) একই ঘটনায় দগ্ধ হয়ে মারা যান তানভীরের বাবা মো. তুহিন হোসেন (৩৮)। তার শরীরের ৪৭ শতাংশ দগ্ধ ছিল এবং তিনি এইচডিইউতে চিকিৎসাধীন ছিলেন।

এ ঘটনায় এখনো চিকিৎসাধীন রয়েছেন তুহিনের স্ত্রী ইভা আক্তার (৩০) ও ছোট ছেলে তাওহীদ (৭)। বর্তমানে তারা বার্ন ইনস্টিটিউটেই চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য, গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে যাত্রাবাড়ীর ধলপুর এলাকার একটি বাসায় এসি বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে চারজন গুরুতর দগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করান।