এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে পড়লো প্রাইভেটকার, পথচারীর মৃত্যু

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ন, ২০ নভেম্বর ২০২৫ | আপডেট: ৬:৫৬ অপরাহ্ন, ২০ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রামের বন্দর এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে একটি প্রাইভেটকার ছিটকে নিচে পড়ে একজন পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত চারজন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বন্দর থানার ওসি (তদন্ত) সিরাজুল ইসলাম জানান, পতেঙ্গা থেকে শহরের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি এক্সপ্রেসওয়ে থেকে নিচে পড়ে যায়। এ সময় নিচ দিয়ে হাঁটছেন এমন পথচারী শফিক (৫৫) গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শফিক বন্দর কর্মী ছিলেন বলে জানা গেছে।

আরও পড়ুন: আগারগাঁওয়ে গ্যাস লিকেজে বিস্ফোরণ: একই পরিবারের ৬ জন দগ্ধ

ওসি তদন্ত আরও বলেন, দুর্ঘটনায় প্রাইভেটকারে থাকা চারজন গুরুতর আহত হয়েছেন। তাদের দ্রুত উদ্ধার করে আগ্রাবাদের ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন: গজারিয়াতে সিলিন্ডার বিস্ফোরণে দুই বাড়ি ভস্মীভূত, ক্ষতি প্রায় ১৫ লাখ টাকা