কক্সবাজারে গিয়ে হঠাৎ অসুস্থ ফারুকী, ঢাকায় আনা হয়েছে

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৩৮ অপরাহ্ন, ১৭ অগাস্ট ২০২৫ | আপডেট: ১২:৩৮ অপরাহ্ন, ১৭ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কক্সবাজারে সরকারি সফরে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। শনিবার (১৬ আগস্ট) রাতে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হয়।

জানা গেছে, তিনি মূলত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর কিউরেশন সংক্রান্ত কর্মশালায় অংশ নিতে শুক্রবার (১৫ আগস্ট) কক্সবাজারে যান। সেখানে হঠাৎ শারীরিক অসুস্থতা দেখা দিলে দ্রুত চিকিৎসা দেওয়া হয়।

আরও পড়ুন: তফসিল ও ভোটের তারিখ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান ইসির

ফারুকীর স্ত্রী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ফেসবুকে জানিয়েছেন, ফারুকী কক্সবাজারে মন্ত্রণালয়ের একটি ওয়ার্কশপে উপস্থিত থাকাকালীন সময়ে অসুস্থ হয়ে পড়েন। পরে ঢাকায় এনে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত তিনি আশঙ্কামুক্ত। সবাই তার জন্য দোয়া করবেন।

এদিকে কক্সবাজার জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদুল হক গণমাধ্যমকে জানিয়েছেন, ফুড পয়জনিংয়ের কারণে ফারুকীর ডিহাইড্রেশন হয়েছিল। তবে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাত সাড়ে ৯টার দিকে শহরের ওশন প্যারাডাইস হোটেল থেকে বিমান বাহিনীর অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় পাঠানো হয়।

আরও পড়ুন: চিকিৎসকেরা নিশ্চিত করলেই এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে খালেদা জিয়াকে: মির্জা ফখরুল

বর্তমানে তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।