বিতর্ক এড়াতে উপদেষ্টাদের জন্য ‘অধ্যাদেশ’ জারির আহ্বান ফাওজুলের
অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টাদের নিরপেক্ষতা নিয়ে রাজনৈতিক দলগুলোতে প্রশ্ন ওঠায়, এই বিতর্ক এড়াতে অধ্যাদেশ জারির আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
শুক্রবার নিজের ফেসবুক প্রোফাইলে তিনটি ফটোকার্ড শেয়ার করে তিনি বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে তিন রাজনৈতিক দলের বৈঠকে উপদেষ্টাদের নিরপেক্ষতা বিষয়ে প্রশ্ন উঠেছে এবং একটি দলের তালিকায় তার নামও রয়েছে।
আরও পড়ুন: তফসিল ও ভোটের তারিখ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান ইসির
ফাওজুল কবির জানিয়েছেন, “আমি পক্ষপাতদুষ্ট চিন্তা করতে ও সিদ্ধান্ত গ্রহণে অভ্যস্ত নই। সবসময় অনুরাগ-বিরাগের বশবর্তী না হয়ে সরকারের সিদ্ধান্ত নিয়েছি।”
তিনি আরও বলেছেন, “তবুও প্রশ্ন যেহেতু উঠেছে, এর নিষ্পত্তি করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, উপদেষ্টাবৃন্দ, বিশেষ সহকারীবৃন্দ এবং চুক্তিভিত্তিক নিয়োজিত সকল কর্মকর্তাদের কেউই পরবর্তী নির্বাচিত সরকারের কোনো লাভজনক পদে অংশ নিতে পারবেন না। এই মর্মে একটি অধ্যাদেশ জারি করলে সমস্যার সমাধান হতে পারে।”
আরও পড়ুন: চিকিৎসকেরা নিশ্চিত করলেই এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে খালেদা জিয়াকে: মির্জা ফখরুল
ফাওজুল কবির শর্ত হিসেবে উল্লেখ করেছেন, “নির্বাচনের তফসিল ঘোষণার আগে যারা অন্তর্বর্তীকালীন সরকার থেকে পদত্যাগ করবেন, তাদের ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য হবে না।”





