জামায়াত নেতৃত্বাধীন জোটে যোগ দিল লেবার পার্টি

Sadek Ali
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:১০ অপরাহ্ন, ২৪ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৯:১০ অপরাহ্ন, ২৪ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটে যোগ দিয়েছে বাংলাদেশ লেবার পার্টি। এতে করে জোটটির সদস্য সংখ্যা আবারও ১১ দলে দাঁড়াল।

শনিবার (২৪ জানুয়ারি) রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাওলানা এ টি এম মাছুম।

আরও পড়ুন: যারাই বিভ্রান্ত করার চেষ্টা করবে, তাদের ‘গুপ্ত’ বলবেন: তারেক রহমান

সংবাদ সম্মেলনে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান উপস্থিত ছিলেন। এ সময় দুই দলের মধ্যে রাজনৈতিক ঐক্যের বিষয়ে আলোচনা হয় বলে জানানো হয়।

এর আগে আসন সমঝোতা নিয়ে মতপার্থক্যের জেরে ইসলামী আন্দোলন বাংলাদেশ ১১ দলীয় জোট থেকে সরে দাঁড়ালে জোটটি ১০ দলে সীমিত হয়ে পড়ে। লেবার পার্টি যুক্ত হওয়ায় ফের আগের মতো ১১ দলীয় জোটে রূপ নেয় এই রাজনৈতিক জোট।

আরও পড়ুন: ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস!

বর্তমানে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক দলগুলো হলো—বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), লিবারেল ডেমোক্রেটিক পার্টি (বাংলাদেশ), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) এবং বাংলাদেশ লেবার পার্টি।

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই জোটের রাজনৈতিক তৎপরতা আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।