মিরপুর বাংলা কলেজের সামনে যা হচ্ছে

হঠাৎ করেই অস্বাভাবিক যানজট বেঁধে যায় মিরপুর সরকারি বাংলা কলেজের সামনে। গত সোমবার (২৪ জুন) রাতে কলেজের কোন একজন ছাত্রের সাথে বাস কন্ট্রাক্টরের তর্কাতর্কির জের ধরেই এই যানজটের সূত্রপাত। কলেজের সামনে বাস থামিয়ে ভাঙচুর এবং বেঞ্চ বিছিয়ে দুই পাশের রাস্তা বন্ধ করে দেয় ছাত্ররা। প্রায় ঘণ্টা ধরে এই প্রতিবন্ধকতা চলে এবং যাত্রীরা নিরুপায় হয়ে হেঁটে যেতে থাকে। যাত্রীদের মধ্য থেকেই কেউ একজন ৯৯৯-এ ফোন করে সাহায্য চায়। পুলিশ এলেও বাংলা কলেজের ছাত্ররা পুলিশের কোন কথাই মানেনি। এরপর একে একে দারুস সালাম থানা এবং মডেল থানার কর্তব্যরত পুলিশ এবং ট্রাফিক পুলিশের কর্মকর্তারা এসেও রাস্তার চলাচল সচল করতে পারেনি। অবশেষে বাস মালিক সমিতির কর্তাব্যক্তিরা এসে কলেজে গিয়ে ছাত্রদের সঙ্গে বৈঠক করে। তারপর হঠাৎ করেই রাস্তার প্রতিবন্ধকতা খুলে যায় এবং রাস্তার চলাচল আবার স্বাভাবিক হয়।
এই ঘটনা শুধু গত সোমবারই না। প্রায়ই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাংলা কলেজের ছাত্ররা এলাকায় তাণ্ডব চালায়। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। পুলিশ বা প্রশাসন কেউ এই উশৃঙ্খল ছাত্রদের নিয়ন্ত্রণ করতে পারছে না। মিরপুর এবং দারুস সালাম এলাকায় বাংলা কলেজ এক ভয়ঙ্কর ভীতির জায়গায় পরিণত হয়েছে। আক্রমনের ভয়ে কেউ এখন বাংলা কলেজের বিরুদ্ধে মুখ খুলতে চায় না। বিষয়টি সংশ্লিষ্ট দপ্তর এবং শিক্ষা অধিদপ্তরের মনযোগ আকর্ষণ করছি। এই সড়কটিতে এখন প্রায় প্রতিদিন ছিনতাইয়ের ঘটনা ঘটছে কলেজের সামনে। বিষয়টি তদন্ত করে এই উপদ্রপ বন্ধ না করা গেলে ছাত্রদের শিক্ষার মানসহ কলেজটির সুনাম বিনষ্ট হবে।
আরও পড়ুন: প্রথমবার বাংলাদেশে তৈরি হবে রপ্তানীমুখী ড্রোন, জমি নিতে বেপজার সঙ্গে চুক্তি সম্পন্ন