সৌদিতে যাচ্ছেন নেইমার!

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ন, ১৩ অগাস্ট ২০২৩ | আপডেট: ৯:৫১ পূর্বাহ্ন, ১৩ অগাস্ট ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গত এক সপ্তাহ ধরেই গুঞ্জন ছিল নেইমার আবারও বার্সেলোনায় যাচ্ছে। বার্সেলোনার সঙ্গে সব কথাবার্তা পাকা হয়ে এলেও শেষ মুহূর্তে নেইমারকে পাবার দৌড়ে ফেভারিট হয়ে উঠেছে সৌদি আরবের ক্লাব আল-হিলাল। ব্রাজিলিয়ান এই সুপারস্টারকে দলে পেতে বড় অঙ্কের এক প্রস্তাব নিয়ে হাজির হয়েছে তারা। আর নেইমারও এবার ভাবতে বাধ্য হচ্ছেন এমন প্রস্তাব নিয়ে।

দলবদলের বিশ্বস্ত সূত্র এবং স্কাই ইতালিয়ার ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর দাবি, এরইমাঝে চুক্তির কাগজও নেইমারের কাছে পাঠিয়ে দিয়েছে সৌদি ক্লাবটি। এমনকি দলের কোচ আর সাবেক সতীর্থ জাভির অনাগ্রহ বুঝে নেইমারও এখন বিকল্প ভাবনা ভাবতে বাধ্য হচ্ছেন। 

আরও পড়ুন: স্বপ্ন পূরণের পথে দাবাড়ু মুনতাহা, পাশে দাঁড়ালেন সাবেক ফুটবলার আমিনুল হক

ইতালিয়ান এই সাংবাদিকের মতে, পরবর্তী ২৪ ঘন্টায় নির্ধারিত হতে পারে নেইমারের ভাগ্য। যদিও তার এজেন্ট এরইমাঝে পিএসজিতে চুক্তি বাতিলের কাজ শুরু করেছেন। 

এদিকে কোন কারণে নেইমারের সঙ্গে চুক্তি ভেস্তে গেলেও বিকল্প ভেবে রেখেছে বার্সেলোনা। অ্যাতলেটিকো মাদ্রিদ থেকে পর্তুগিজ সুপারস্টার হোয়াও ফেলিক্সকে দলে পেতে আগ্রহী কাতালুনিয়ান জায়ান্টরা। ফেলিক্স নিজেও বার্সায় খেলার আগ্রহ প্রকাশ করেছেন।

আরও পড়ুন: আইএল টি-টোয়েন্টিতে প্রথমবার দল পেলেন মোস্তাফিজ

নেইমার সৌদি ক্লাব আল-হিলালে যোগ দিলে সেটি হবে এই মৌসুমে তাদের সবচেয়ে বড় সাইনিং। দলটি এর আগে সেনেগালের কালিদু কৌলিবালি, সার্বিয়ার মিলাঙ্কোভিচ-সাভিচ এবং পর্তুগালের রুবেন নেভেসকে দলে টেনেছে। আটবারের সৌদি লিগ এবং চারবারের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ক্লাবটি আরও বড় কিছু খেলোয়াড় দলে ভেড়ানোর পরিকল্পনা করছে।