ইমাম-খতিবদের ৩৬ হাজার টাকা সম্মানি ভাতা দেবে গাসিক

SM Shamim
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ন, ১৮ ডিসেম্বর ২০২৩ | আপডেট: ৯:৫৭ পূর্বাহ্ন, ১৮ ডিসেম্বর ২০২৩
ছবি : ইন্টারনেট
ছবি : ইন্টারনেট

গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) ৫৭টি ওয়ার্ডের ২৬ হাজার ইমাম-খতিবদের প্রত্যেককে বার্ষিক ৩৬ হাজার টাকা সম্মানি ভাতা দেয়ার ঘোষণা দিয়েছেন বর্তমান মেয়র জায়েদা খাতুনের প্রধান উপদেষ্টা  ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।

শনিবার (১৬ ডিসেম্বর) মহানগরীর গাছা থানার ৩৪ নং ওয়ার্ডের হাজীর পুকুর বালুর মাঠে মহানগর ইমাম-খতিব ও ওলামা-মাশায়েখ আয়োজিত এক সমাবেশে জাহাঙ্গীর আলম এ ঘোষণা দেন।

আরও পড়ুন: সেনাবাহিনীর অভিযানে খাগড়াছড়িতে অস্ত্রগুলি সহ আটক ১

গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এএসএম সফিউল আজমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেন, আমার সময়ে ইমাম-খতিবদের সম্মানি ভাতা চালু করেছিলাম মাসিক এক হাজার করে বছরে ১২ হাজার। এবার আমার মা জায়েদা খাতুনকে নির্বাচিত করায় ওই ভাতাকে তিনগুণ বাড়িয়ে বার্ষিক ৩৬ হাজার টাকা ঘোষণা করলাম, যা বিজয়ের মাস ডিসেম্বর থেকে চালু হয়ে জানুয়ারি থেকে প্রত্যেক ইমাম-খতিবদের ব্যাংক হিসাবে চলে যাবে।

এ সময় উপস্থিত ছিলেন- গাজীপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী আলিম উদ্দিন বুদ্দিন, গাজীপুর-১ আসনের প্রার্থী রেজাউল করিম রাসেল, ৩৪ নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম ইমাম-খতিবদের সাবেক সভাপতি মাওলানা তরিকুল ইসলাম, আবু বাকার সিদ্দিকি, অলি উল্লাহ মমতাজি, মনির হোসেন প্রমুখ।

আরও পড়ুন: মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতা, ৯০ হাজার টাকা উদ্ধার