কুমিল্লায় ট্রাক উল্টে নিহত ৪
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাছবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ৪ জন নিহত ও আহত হয়েছেন আরও তিনজন।
মঙ্গলবার (১২ মার্চ) ভোর ৬টায় দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ইলিয়াটগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওমর ফারুক মোল্লা।
আরও পড়ুন: লালমনিরহাট মুক্ত দিবস: ৬ ডিসেম্বরের গৌরব ও আয়োজনহীনতার আক্ষেপ
নিহতরা হলেন- সাতক্ষীরা জেলার রফিকুল ইসলাম, ভোলা জেলার মনপুরা এলাকার মনির হোসেন, হাবিবুর রহমান ও আক্তার হোসেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা ফারুক মোল্লা জানান, নোয়াখালী থেকে মাছ নিয়ে ঢাকা যাবার পথে কুমিল্লার ইলিয়টগঞ্জ এলাকায় সামনের একটি ট্রাককে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় মাছবাহী ট্রাকটি। এসময় ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় ৪ জন। তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য পার্শ্ববর্তী চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা নামলো ১১ ডিগ্রীতে
তাদের মরদেহ ইলিয়টগঞ্জ পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
এছাড়া, দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করা হয়েছে।





