ইসলামী বইমেলার শেষ দিনেও হতাশ বিক্রেতাগণ

ময়মনসিংহে ইসলামী বইমেলা-২০২৪ এর শেষ দিন আজ। নগরীর টাউহল প্রাঙ্গণে ২৬ ডিসেম্বর মেলাটির উদ্বোধন হয়েছিল। শেষ সময়ে মেলা প্রাঙ্গণে গিয়ে দেখা যায় ক্রেতার উপস্থিতি অনেক কম।প্রতিটি স্টলে অল্প সংখ্যক মানুষের উপস্থিতি দেখা গেছে তবে বেশির ভাগ মানুষ বই কিনছে না।
বিগত বছরের তুলনায় বেচাকেনার পরিমাণও অনেক কম। মেলার স্টলে বিক্রেতার সাথে কথা বলে জানা যায়, শেষ ৩ দিনেও আশানুরূপ বই বিক্রয় করা যায় নি। কারণ হিসেবে বেশ কয়েকটি স্টলের বিক্রেতা বলেন এবছর মেলাটি অসময়ে শুরু হয়। আর পাশাপাশি বাণিজ্য মেলা থাকায় ক্রেতার উপস্থিতিও কম ছিল।
তবে মেলায় সাধারণ মানুষের তুলনায় মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থী পাঠকের উপস্থিতি বেশি ছিল।মেলাটি বছরের শেষ দিকে হওয়ায় তাদের বেচাকেনায়ও প্রভাব পড়েছে। তাই আয়োজক কমিটির কাছে মেলা শুরু তারিখের প্রতি নজর রাখার আহ্বান জানিয়েছে। স্টল ভেদে ৫০% পর্যন্ত ছাড় দেওয়ার পরও ক্রেতার উপস্থিতি বাড়েনি। তাই বিক্রেতাগণ শেষদিনেও বেচাকেনার অবস্থা দেখে হতাশা প্রকাশ করেছে।
এ বছরের ইসলামী বইমেলাটি সীরাত কেন্দ্রের আয়োজনে ৭৫ টি প্রকাশনীর ৬৮টি স্টল অংশগ্রহন করে।