বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার-২

বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতির সরঞ্জামাদিসহ ২ জন ডাকাত দলের সদস্যকে গ্রেপ্তার করেছে নারুলি পুলিশ ফাঁড়ি। উক্ত ঘটনাটি গতকাল দিবাগত রাত বুধবার রাত্রি আনুমানিক সাড়ে ৯টার সময় শহরের সাবগ্রাম বাইপাস মহাসড়কে। সাবগ্রাম থেকে লিচুতলা যাওয়ার রাস্তার উপর রবিবাড়িয়া নামক স্থানে ঘটেছে।
পুলিশ সূত্রে জানা যায় যে, বুধবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৯টার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে একদল সংঘবদ্ধ ডাকাত সদস্যরা ডাকাতি করার জন্য প্রস্তুতি নিয়ে রবিবাড়িয়া নামক স্থানে অবস্থান করছে। এসময় নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) নাজমুল হাসান এর নেতৃত্বে একদল পুলিশ রবিবাড়িয়া এলাকার একটি ‘স’ মিলের সামনে অভিযান চালায়৷
আরও পড়ুন: বিজিবির হেলিকপ্টারে ঢাকায় আনা হলো আহত হাতির চিকিৎসায় গিয়ে গুরুতর আহত ২ চিকিৎসকসহ ৩ জনকে
এতে ডাকাত দলের সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দেশীয় অস্ত্রসহ ০২ জন ডাকাত দলের সদস্যকে ঘটনার স্থল থেকে আটক করা হয়৷ এসময় ১৪/১৫ জন ডাকাত দলের সদস্যরা ফাঁকা জায়গা হওয়ায় কিছু অস্ত্র ফেলে দিয়ে দৌড়ে পালিয়ে যায়।
উক্ত গ্রেপ্তারকৃত আসামীরা বগুড়া জেলার সদর থানার মধ্য ধাওয়াপাড়া এলাকার মৃত মনতাজ আকন্দের ছেলে সুজন (২৪) ও সাবগ্রাম শটিবাড়ি এলাকার আব্দুল মোনায়েমের ছেলে মোজাহিদ (২৬)।
আরও পড়ুন: ভোলাগঞ্জে শত কোটি টাকার পাথর লুট: পাঁচজন আটক
এবিষয়ে নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) নাজমুল হাসান জানায় যে, উক্ত আসামিদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি আইনে মামলা দায়ের এর প্রক্রিয়া চলমান আছে। এদিকে মামলার সকল কার্যক্রম শেষে বৃহস্পতিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।