শিবগঞ্জে যাতায়াতের রাস্তা ফিরে পেল অবরুদ্ধ ৩ পরিবার

Sanchoy Biswas
বগুড়া সংবাদদাতা
প্রকাশিত: ৪:৪১ অপরাহ্ন, ১৮ মে ২০২৫ | আপডেট: ৭:১২ অপরাহ্ন, ১৫ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বগুড়া শিবগঞ্জের মাঝিহট্র ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের অবরুদ্ধ ০৩টি পরিবার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিয়াউর রহমানের সার্বিক সহযোগিতায় ফিরে পেল তাদের নিজ বসত বাড়িতে যাতায়াতের রাস্তা। 

ঘটনা সূত্রে যায়, শিবগঞ্জ মাঝিহট্ট ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের হতদরিদ্র ০৩টি পরিবার গত ০৬ মাস যাবৎ অবরুদ্ধ হয়ে ছিল। অবরুদ্ধ পরিবারের ব্যক্তি দুলু মিয়া, আফজাল হোসেন ও জয়নালের ০৩টি পরিবার। উক্ত ব্যক্তিদের চলাচলের রাস্তায় বাঁশের বেরিকেট দিয়ে বন্ধ করে রেখে ছিল প্রতিপক্ষ ব্যক্তিরা। এতে ভুক্তভোগী পরিবারের লোকজন অত্র উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিয়াউর রহমানের নিকট একটি অভিযোগ দায়ের করে। পরবর্তীতে তিনি উক্ত গ্রামে সরেজমিনে গিয়ে পরিদর্শন পূর্বক তদন্ত সাপেক্ষে অবরুদ্ধ ০৩টি পরিবারকি দীর্ঘদিন পর তাদের রাস্তা চলাচলের উপর বাঁশের বেরিকেট ভেঙ্গে যাতায়াতের উপযুক্ত সুব্যবস্থা করেন। পরবর্তীতে অবরুদ্ধ পরিবারসহ অত্র এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছে।

আরও পড়ুন: শ্রীপুরে খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ

এসময় উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জহিরুল ইসলামসহ উপজেলা প্রশাসন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা ও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগণ।