বগুড়া সেনানিবাসের পাশে বোট ক্লাবের লেকে যুবকের মরদেহ উদ্ধার

Sanchoy Biswas
বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ন, ৩০ জুন ২০২৫ | আপডেট: ৫:০৬ পূর্বাহ্ন, ১৫ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বগুড়ায় শাজাহানপুর উপজেলার বি-ব্লক সেনানিবাসের পাশে বোট ক্লাব সংলগ্ন লেকে একটি মরদেহ ভেসে উঠেছে। গত ০৩ দিন নিখোঁজ থাকার পর ২৯শে জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হাসিন রাইহান সৌমিকের (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় সৌমিক জলেশ্বরীতলার বাসা থেকে হাঁটতে বের হয়ে আর ফিরে আসেনি। ওই রাত থেকেই তাঁর মোবাইল ফোন বন্ধ ছিল। গত শুক্রবার সকালে সৌমিকের বাবা বগুড়া সদর থানায় একটি সাধারণ ডাইরি (জিডি) করে। এরপর থেকেই আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করছিলো।

আরও পড়ুন: ৪০ কেজি গাঁজাসহ বরখাস্ত পুলিশ সদস্য গ্রেপ্তার

আরও জানা যায় যে, নিহত সৌমিক বগুড়ার সোনাতলা উপজেলার বোচার পুকুর গ্রামের তৌফিকুর রহমানের ছেলে। তবে পরিবারটি শহরের জলেশ্বরীতলা এলাকায় বসবাস করছিল। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করে উচ্চ শিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলো।

এবিষয়ে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম পলাশ বিষয়টি নিশ্চিত করেন  জানান, নিহতের শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা তাঁর পরিচয় নিশ্চিত করেছে। মরদেহটি ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে ময়না তদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান তিনি।

আরও পড়ুন: জৈন্তাপুরে যৌথ টহল, নিরাপত্তা জোরদারে পুলিশ ও সেনাবাহিনী একসাথে মাঠে