পটুয়াখালীতে যৌথ অভিযানে ১,১০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

Sanchoy Biswas
অপূর্ব সরকার, পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৫ পূর্বাহ্ন, ০৪ অগাস্ট ২০২৫ | আপডেট: ৭:০৭ অপরাহ্ন, ০৩ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পটুয়াখালীতে কোস্ট গার্ড ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। রোববার (০৩ আগস্ট) দুপুরে পরিচালিত এ অভিযানে প্রায় ২ লক্ষ ২০ হাজার টাকা মূল্যের ১,১০০ কেজি পলিথিন জব্দ করা হয়।

রোববার (০৩ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে দুপুর সাড়ে ১২টায় কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী ও পরিবেশ অধিদপ্তর পটুয়াখালীর সমন্বয়ে পটুয়াখালী সদর থানাধীন পুরান বাজার সংলগ্ন পুরাতন লোহালিয়া খেয়াঘাট এলাকায় একটি যৌথ অভিযান পরিচালিত হয়।

আরও পড়ুন: নেত্রকোণায় আউশ ধানের ভালো ফলন, দ্বিগুণেরও বেশি জমিতে আবাদ

অভিযান চলাকালীন সময় একটি দোকান থেকে নিষিদ্ধ ১,১০০ কেজি পলিথিন উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ২ লক্ষ ২০ হাজার টাকা। জব্দকৃত এসব পলিথিন পরবর্তীতে ধ্বংসের উদ্দেশ্যে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক, মোস্তাফিজুর রহমানের নিকট হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, পরিবেশ সুরক্ষায় তাদের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুন: কাপাসিয়ায় বেগম খালেদা জিয়ার জন্মদিনে রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত