নেত্রকোণায় ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে নেত্রকোণা সরকারি কলেজে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) কলেজের মাল্টিমিডিয়া কনফারেন্স রুমে এই আয়োজন করে নেত্রকোণা সরকারি কলেজ।
আরও পড়ুন: অমানবিক পুশইনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবু তাহের খান। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল কাদির ফকির এবং শিক্ষক পরিষদের সম্পাদক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর মো. ইদ্রিস আলী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন কমিটির আহ্বায়ক এবং দর্শন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. কামরুল হোসেন।
আরও পড়ুন: জামালপুরের আলোচিত মনিরুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার
আলোচনা সভায় বক্তারা ৩৬ জুলাইয়ের গণজাগরণ ও ছাত্র-জনতার আত্মত্যাগের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন এবং ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।





