মাদ্রাসা কমিটির নির্বাচন: মুফতি হান্নান সভাপতি, মো. সেলিম সদস্য নির্বাচিত

Sanchoy Biswas
জহিরুল হক খাঁন, সোনাগাজী প্রতিনিধি
প্রকাশিত: ৮:১২ অপরাহ্ন, ২৫ অগাস্ট ২০২৫ | আপডেট: ২:৫৯ অপরাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ফেনী জেলার সোনাগাজী উপজেলার ৯নং নবাবপুর ইউনিয়নের ভোর বাজারে নাজিরপুর ইসলামিয়া দাখিল মাদরাসার অভিভাবক সদস্য নির্বাচন অভিভাবকদের প্রত্যক্ষ ভোটে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

নাজিরপুর ইসলামিয়া দাখিল মাদরাসার অভিভাবক সদস্য নির্বাচনে দুই জন প্রার্থী অংশগ্রহণ করেন। মোঃ সেলিম ৮৭ ভোট এবং আবদুর নুর তুষার ২৭ ভোট পান। সর্বোচ্চ ভোট পেয়ে মোঃ সেলিম ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচিত হন।

আরও পড়ুন: অমানবিক পুশইনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি

সকল অভিভাবক সদস্য ও শিক্ষক প্রতিনিধির প্রত্যক্ষ ভোটে ফেনী জেলা জামায়াতের আমীর মুফতি আবদুল হান্নান নাজিরপুর ইসলামিয়া দাখিল মাদরাসার সভাপতি নির্বাচিত হন।

উল্লেখ্য, কমিটিতে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দাতা সদস্য মোঃ আব্দুল আলীম খাঁন, সদস্য মুহাম্মদ বেলায়েত হোসাইন, হেলাল উদ্দিন, মিজানুর রহমান, শিক্ষক প্রতিনিধি মোঃ সেলিম উদ্দিন, মোঃ ইব্রাহীম, নাঈমা আক্তার।

আরও পড়ুন: জামালপুরের আলোচিত মনিরুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার

দুই প্রার্থী নির্বাচনে জয়-পরাজয় যাই হোক, প্রতিষ্ঠানের স্বার্থে একসাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। মোঃ সেলিম নির্বাচিত হওয়ার পর ভোর বাজার, নবাবপুর বাজার ও ফতেহপুরে আত্মীয়-স্বজন, বন্ধু ও শুভাকাঙ্খীদের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। পরে ভোর বাজার, নবাবপুর বাজার ও ফতেহপুরে মিষ্টি বিতরণ করেন।