দীর্ঘদিনের পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি র‍্যাবের হাতে গ্রেফতার

Sanchoy Biswas
অপূর্ব সরকার, পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ৭:৩৩ অপরাহ্ন, ০৩ অক্টোবর ২০২৫ | আপডেট: ১২:৪৪ অপরাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

র‍্যাব-৮ এর পটুয়াখালী ও ভোলা ক্যাম্পের যৌথ অভিযানে দীর্ঘদিন আত্মগোপনে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি বরগুনা জেলার পাথরঘাটা থানার রুহিতা নামক এলাকার মোঃ ইসমাইল খানের ছেলে মোঃ আমির হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (০৩ অক্টোবর) দুপুরে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ব্যাংকের হাট বাজারের “মামুন স্টোর” নামের চা দোকান থেকে তাকে আটক করা হয়। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

আরও পড়ুন: অমানবিক পুশইনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি

র‍্যাব-৮, পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ বলেন, “গুরুত্বপূর্ণ মামলার এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় র‍্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”