আওয়ামী লীগের অবৈধ ড্রেজার এখন বিএনপির দখলে, রূপগঞ্জে নারীর বসতবাড়ীতে ফের পাইপ স্থাপন

Sanchoy Biswas
বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ৯:৪১ অপরাহ্ন, ২০ নভেম্বর ২০২৫ | আপডেট: ১২:২৭ অপরাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিকল্প ব্যবস্থা থাকলেও মোছা সোয়েদা হোসেন বন্যা (৪০) নামে এক নারীর বসতবাড়ীতে ফের অবৈধ ড্রেজার পাইপ স্থাপন করেছে স্থানীয় বালু খেকোরা।

বৃহস্পতিবার দুপুরে তারাব পৌরসভার গন্ধর্বপুর গ্রামের তালতলা প্রধান বাড়ীতে এ ঘটনা ঘটে। এ সময় নারায়ণগঞ্জ-১ আসন বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নির্দেশে অন্তত ৪০ জনের অজ্ঞাতনামা সংঘবদ্ধ দল ওই বাড়ীতে হামলা চালায়।

আরও পড়ুন: অমানবিক পুশইনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি

পাইপ স্থাপনে বাধা দিতে আসলে ভুক্তভোগী বন্যা ও তার বয়স্ক শ্বাশুরি মোছা সামসুন্নাহারকে (৮২) নানা হুমকি-ধমকিসহ অকথ্য ভাষায় গালমন্দ করা হয়। এ সময় তাদের অবরুদ্ধ রেখে জোরপূর্বক ড্রেজার পাইপ স্থাপন করা হয়।

ভুক্তভোগী বন্যা বৃহস্পতিবার সন্ধ্যায় রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করতে গেলে পুলিশ প্রাথমিকভাবে লিখিত অভিযোগ গ্রহণ করেন।

আরও পড়ুন: জামালপুরের আলোচিত মনিরুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার

ভুক্তভোগী বন্যা বলেন, “পতিত আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক এমপি গোলাম দস্তগীর গাজী ও তার ডান হাত বালু হাবিবের নামে এখানেই জোরপূর্বক ড্রেজার পাইপ বসানো হয়েছিল। স্বৈরাচারী শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর পাইপটি খুলে ফেলা হয়। পরে স্থানীয় যুবদল ও স্বেচ্ছাসেবক দল পাইপের নিয়ন্ত্রণ নেয়। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় নেতাকর্মীরা অজ্ঞাতনামা সংঘবদ্ধ দল পাঠিয়ে পাইপ বসিয়েছে।”

রূপগঞ্জ থানার ওসি মো. তরিকুল ইসলাম বাংলা বাজারকে বলেন, “বন্যা নামে এক নারীর বসতবাড়ীতে জোরপূর্বক ড্রেজার পাইপ স্থাপনের অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”