বগুড়া বিসিকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের সমাপনী
বগুড়ায় বিসিক জেলা কার্যালয়ের উদ্যোগে ৫ দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের ২০২৫-২০২৬ অর্থ বছরের ৪র্থ ব্যাচের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বিসিক জেলা কার্যালয় বগুড়ার সম্মেলন কক্ষে বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকালে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজবাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), বগুড়া। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন এ কে এম মাহফুজুর রহমান, উপ-মহাব্যবস্থাপক, বিসিক জেলা কার্যালয়, বগুড়া।
আরও পড়ুন: অমানবিক পুশইনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গোলাম রববানী, প্রমোশন কর্মকর্তা, বিসিক জেলা কার্যালয়, বগুড়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবু হাশেম, উপ-ব্যবস্থাপক, বিসিক জেলা কার্যালয়, বগুড়া। প্রশিক্ষণ কোর্সটি সমন্বয় করেন মমতাজ বেগম, সম্প্রসারণ কর্মকর্তা, বিসিক জেলা কার্যালয়, বগুড়া।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিক জেলা কার্যালয়, বগুড়ার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। পরিশেষে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সে ২৫ জন প্রশিক্ষণার্থীদেরকে ১৬ই নভেম্বর হতে ২০শে নভেম্বর পর্যন্ত “বিজনেস প্ল্যান” সহ অন্যান্য বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়।
আরও পড়ুন: জামালপুরের আলোচিত মনিরুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার
এসময় প্রধান অতিথি তাঁর মূল্যবান বক্তব্যে বলেন, আমাদের দেশে অনেক শিক্ষিত যুবক ও যুব মহিলা আছেন যারা নতুন শিল্প/ব্যবসা শুরু করতে চান; কিন্তু স্বল্প পুঁজিতে কীভাবে তা করতে হবে তার যথাযথ নির্দেশনা পাচ্ছেন না। তাদের জন্যই ‘‘উদ্যোক্তা উন্নয়ন’’ কোর্সটি প্রণয়ন করা হয়েছে। যে কোনো শিল্প/ব্যবসা শুরুর পূর্বেই তার সঠিক পরিকল্পনা করা জরুরি। এ কোর্সের মাধ্যমে উদ্যোক্তাগণ তাঁদের প্রতিষ্ঠানের বিপণন, উৎপাদন, সংগঠন ও আর্থিক বিষয়গুলো সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে বাস্তব জ্ঞান অর্জন করেছেন। এক কথায়, প্রশিক্ষণ শেষে উদ্যোক্তাগণ নতুন শিল্প প্রতিষ্ঠান অথবা ব্যবসা শুরু করা এবং পরবর্তীতে নতুন দৃষ্টিভঙ্গি ও দক্ষতার সঙ্গে পরিচালনায় সক্ষম হবেন বলে মনে করেন তিনি।





