গাইবান্ধায় কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

Sanchoy Biswas
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ন, ২৪ নভেম্বর ২০২৫ | আপডেট: ৬:২৮ অপরাহ্ন, ২৪ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বিএনপি কার্যালয় ভাঙচুর মামলায় গ্রেফতারকৃত তারিক রিফাত (৫৫) নামের এক আওয়ামী লীগ নেতা কারাগারে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছে। রবিবার (২৩ নভেম্বর) বিকেল চারটার দিকে গাইবান্ধা জেলা কারাগার থেকে অসুস্থ অবস্থায় গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

তারিক রিফাতের বাড়ি গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের প্রভুরামপুর গ্রামে। তিনি উপজেলার রাজাহার ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ সম্পাদক ছিলেন। এছাড়াও তিনি গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের আহ্বায়কের দায়িত্ব পালন করছিলেন।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ১৩

গাইবান্ধা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক সূত্র জানায়, হাসপাতালে আনার আগেই তারিক রিফাতের মৃত্যু হয়েছে। তিনি হৃদ্‌রোগ, ডায়াবেটিস ও উচ্চরক্তচাপে আক্রান্ত ছিলেন। হৃদ্‌যন্ত্রে কয়েকটি রিং পরানো ছিল।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল ইসলাম জানান, তারিক রিফাতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন: নরসিংদীতে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার, আটক ৩

তিনি আরও জানান, তারিক রিফাতের বিরুদ্ধে গত বছরের ৫ আগস্টের আগে উপজেলার ফুলপুকুরিয়া এলাকায় হামলা, বিএনপি কার্যালয় ভাঙচুর-অগ্নিসংযোগ, জামায়াত নেতাকে হত্যার চেষ্টা এবং বিস্ফোরক আইনের একাধিক মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় তিনি এজাহারভুক্ত আসামি ছিলেন। এসব মামলায় গ্রেপ্তার হয়ে বেশ কিছুদিন কারাগারে ছিলেন। ১৭ নভেম্বর কারাগার থেকে জামিনে মুক্তির পর সেদিন রাতেই তাঁকে আবারও গ্রেফতার করা হয়। পরে অসুস্থতার কারণে তারিক রিফাতকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে গত শনিবার বিকেলে তাঁকে গোবিন্দগঞ্জ থানায় আনা হয়। রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়। সেখানে অসুস্থ হয়ে পরলে তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।