সৌদিতে বাংলাদেশিকে হত্যায় ৫ পাকিস্তানির মৃত্যুদণ্ড কার্যকর

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ২:৫২ অপরাহ্ন, ০৭ মার্চ ২০২৪ | আপডেট: ৯:৪৪ পূর্বাহ্ন, ০৭ মার্চ ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সৌদি আরবে প্রবাসী এক বাংলাদেশি নাগরিককে হত্যার দায়ে ৫ পাকিস্তানি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। 

মঙ্গলবার (৫ মার্চ) সৌদি আরবের মক্কা নগরীতে আসামিদের দণ্ড কার্যকর করা হয়। সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

আরও পড়ুন: ইউক্রেন চুক্তি নিয়ে পুতিনের অবস্থান স্পষ্ট করলেন ট্রাম্প, জেলেনস্কির উপস্থিতি নিয়ে নতুন তথ্য

সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সৌদির একটি বেসরকারি প্রতিষ্ঠানে হামলা চালিয়ে প্রবাসী বাংলাদেশিসহ দুই নিরাপত্তারক্ষীকে বেধড়ক পিটিয়েছেন তারা। গুরুতর আহত ওই প্রবাসী বাংলাদেশি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনায় তদন্ত শুরু হলে ৫ পাকিস্তানিকে বিচারিক আদালতে পাঠানো হয়, যেখানে তারা দোষী সাব্যস্ত হন এবং তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়। পরে আসামিরা আবেদন করলে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে তা খারিজ হয়ে যায়।

আরও পড়ুন: ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিতের অভিযানে অংশ নেওয়া পাইলটদের সর্বোচ্চ সামরিক পদক দিলো পাকিস্তান

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারিতে নিরাপত্তারক্ষীকে হাত-পা বেঁধে বেধড়ক পিটিয়ে হত্যা করা হয়।

সৌদি আরবে মানুষ হত্যা ও সন্ত্রাসী হামলার পাশাপাশি মাদক চোরাচালান ও পাচারের ক্ষেত্রে দোষীদের মৃত্যুদণ্ড দেওয়া হয়।